ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষিত নারীকে অর্থ সহায়তা

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ আগস্ট ২০১৭

প্রশিক্ষিত নারীকে অর্থ সহায়তা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ আগস্ট ॥ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জীবিকার উন্নয়নে নারীর ক্ষমতায়ন প্রকল্পের সুবিধাভোগীদের সহায়তা প্রদান করা হয়েছে। পাঁচটি ইউনিয়নের ৫০ প্রশিক্ষিত নারীকে কর্মক্ষমতা সৃষ্টির লক্ষ্যে প্রত্যেককে ১৭ হাজার টাকা প্রদান করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, তারিকুজ্জামান তারা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ। দুর্ঘটনা রোধে প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৭ আগস্ট ॥ পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার পাবনা পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, পাবনা মোটর মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ২০০ পরিবহনচালক ও হেলপারকে প্রশিক্ষণ দেয়া হয়।
×