ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৬:৫১, ১৮ আগস্ট ২০১৭

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে  ২ জলদস্যু গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, মংলা, ১৭ আগস্ট ॥ সুন্দরবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জলদস্যুদের আবারও ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক খালে র‌্যাব-৮’র সঙ্গে জলদস্যু সুমন বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিন্টু গাজী ও তার সহযোগী সদস্য আবুল হোসেন ঢালীকে আটক করে র‌্যাব। র‌্যাব-৮ জানায়, বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে একটি দু’নলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি শূটারগান ও একটি রামদাসহ ২৪ রাউন্ড গুলি এবং দস্যুদের ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, সুন্দরবনের দস্যু দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার সকালে সুন্দরবনের আন্দারমানিক খালে জেলেদেরকে জিম্মি করে চাঁদা আদায় করছিল জলদস্যুরা। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। এসময় জলদস্যু সুমন বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় । র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে । গোলাগুলির একপর্যায়ে দস্যু দল বনের গহিনে পালিয়ে গেলেও সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ ২ দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে র‌্যাব।
×