ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে হত্যা করে জনগণের কাছ থেকে গণতন্ত্র ছিনিয়ে নেয়া হয় ॥ জবি ভিসি

প্রকাশিত: ০৬:১৫, ১৮ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুকে হত্যা করে জনগণের কাছ থেকে গণতন্ত্র ছিনিয়ে নেয়া হয় ॥ জবি ভিসি

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জনগণের কাছ থেকে গণতন্ত্রকে ছিনিয়ে নেয়া হয়। এরপর ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত খন্দকার মোশতাক, জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া এরা সবাই গণতন্ত্রকে ক্যান্টনমেন্টে বন্দী করে রাখে। ক্যান্টনমেন্টে বন্দী সেই গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে। তবে ৭১-এর সেই পরাজিত শক্তি আবারও গণতন্ত্রকে বন্দী করার পাঁয়তারা করছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত গণমাধ্যম ও ১৫ আগস্ট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জবি ভিসি বলেন, পাকিস্তান রাষ্ট্রটি তৈরি হয়েছিল সেনাবাহিনীর ছত্রছায়ায়। এখনও সেখানে সেনাবাহিনীর কথাতেই দেশ চলে। পাকিস্তানের বিচার বিভাগের এত ক্ষমতা নেই কোন রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করা। কিন্তু পাকিস্তানের বিচার বিভাগ সেনাবাহিনীর অধীনস্থ বলেই তারা এত স্বাধীন।
×