ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজ বোমা হামলার নিন্দায় ছাত্রলীগের কালো পতাকা মিছিল

প্রকাশিত: ০৬:১৫, ১৮ আগস্ট ২০১৭

সিরিজ বোমা হামলার নিন্দায় ছাত্রলীগের কালো পতাকা মিছিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত সিরিজ বোমা হামলার নিন্দা জানিয়ে পতাকা মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নেতৃত্বে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, দক্ষিণের সভাপতি বেনজির আহমেদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সাইফুর রহমান সোহাগ বলেন, খালেদা-তারেকের নির্দেশে শোক দিবসকে নষ্ট করার উদ্দেশে সারাদেশে এ সিরিজ বোমা হামলা হয়েছিল। একাত্তর, পঁচাত্তরের প্রেতাত্মারা আবারও এ ধরনের জঘন্য ঘটনা ঘটানোর পাঁয়তারা করছে। সর্বশেষ ধানম-ি ৩২-এর পাশে জঙ্গীর আত্মঘাতী ঘটনা।
×