ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খর্বাকৃতি শিশুর জন্মরোধে ১০ লাখ নারীকে মাসে ৩০ কেজি চাল দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৬:১৩, ১৮ আগস্ট ২০১৭

খর্বাকৃতি শিশুর জন্মরোধে ১০ লাখ নারীকে মাসে ৩০ কেজি চাল দেয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে বিপুলসংখ্যক নারী পুষ্টিহীনতায় ভুগছে। ফলে মা এনিমিয়া রোগে ভুগছে, শিশুরা বামন বা খর্বাকৃতি হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য সরকার দরিদ্র নারীদের মাঝে পুষ্টিবর্ধক চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে দেশের ৩৫ উপজেলায় পুষ্টি চাল বিতরণ কার্যক্রম চালাচ্ছে। মন্ত্রণালয় প্রতি মাসে সারাদেশে ১০ লাখ দরিদ্র নারীকে ৩০ কেজি করে পুষ্টি চাল প্রদান এবং ৮ লাখ দরিদ্র নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘পুষ্টি চালের কার্যকারিতা’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তিনি। এসময় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর আর্থিক সহায়তায় আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিচালিত ‘পুষ্টি চালের কার্যকারিতা’ বিষয়ক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদা শারমিন বেনুর সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্র্ল্ড ফুড প্রোগ্রাম বাংলাদেশের প্রতিনিধি ক্রিস্টা রাডের।
×