ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাত খেতে চাওয়ায় শতবর্ষী মাকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ আগস্ট ২০১৭

ভাত খেতে চাওয়ায় শতবর্ষী মাকে পিটিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ আগস্ট ॥ নিজ সন্তান ও বউমার নির্যাতনে রক্তাক্ত শতবর্ষী বৃদ্ধা তাসলেমা খাতুনকে বৃহস্পতিবার উদ্ধারের পর ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরআগে বুধবার দুপুরের দিকে শতবর্ষী বৃদ্ধা তাসলেমা খাতুন (৯৮) ক্ষুধার্ত অবস্থায় বউমার কাছে (ছেলের স্ত্রী) খাবারের জন্য ভাত চেয়েছিল। এ সময় ক্ষিপ্ত হয়ে ৬০ বছর বয়সী ছেলে বদরউদ্দিন ও তার স্ত্রী বেধড়ক মারপিট করে শতবর্ষী ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় বাঁ চোখের নিচে গুরুতর জখম হয় বৃদ্ধা। ঘটনাটি গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় ওই বৃদ্ধার জন্য অনেকে কষ্ট প্রকাশ করে ছেলের শাস্তি দাবি করেন। ঘটনা জেনে জেলা প্রশাসক নিজেই ওই বৃদ্ধাকে উদ্ধার করতে বৃহস্পতিবার সকালে হাজির হন হরিপুরে শতবর্ষীর বাড়িতে। জেলা প্রশাসকের উপস্থিতির খবর পেয়ে সেখানে হাজির হন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডাঙ্গীপাড়া ইউনিয়নের চেয়ারম্যানসহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তি। সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শুভেন্দু দেবনাথ জানান, বৃদ্ধা মায়ের চোখের ক্ষত গুরুতর। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার সকল চিকিৎসা ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে দেয়ার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডাঃ আবু মোহাম্মদ খায়রুল কবির। পরে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশে আহত বৃদ্ধার সন্তান বদরউদ্দিনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
×