ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যারা ভুয়া জন্মদিন পালন করে, তাদের লজ্জাবোধ থাকা দরকার ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ আগস্ট ২০১৭

যারা ভুয়া জন্মদিন পালন করে, তাদের লজ্জাবোধ থাকা  দরকার ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন খালোদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে বলেছেন, এবার ১৫ আগস্টে জাতীয় শোক দিবসে বিএনপি জন্মদিনের কেক না কাটলেও ভুয়া জন্মদিনের নামে দোয়া ও মিলাদ মাহফিল করেছে। বিএনপি নেতারা এই ভুয়া জন্মদিন পালনের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল। ২০০৫ সালে সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বুধবারও বলেছেন, খালেদা জিয়ার জন্মদিন নিয়ে ‘ভুয়া মন্ত্রিরা’ কথা বলছেন। আমি বলব- যাদের জন্মের ঠিক নাই, তাদেরই একাধিক জন্মদিন থাকে। এখনও যেসব বিএনপির নেতা খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে তাদের ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার। ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর রয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি-জামায়াত একটি অশুভ শক্তি। যখনই তারা ক্ষমতায় এসেছে হত্যা সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাদের হত্যার ষড়যন্ত্র থেমে নেই। একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। হলি আর্টিজানের জঙ্গী হামলা থেকে শুরু করে প্রতিটি ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে তারা আবারও গ্রেনেড নিক্ষেপের ষড়যন্ত্র করেছিল। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার প্রমুখ। প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন- ড. হাছান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ষোড়শ সংশোধনীর বাতিলের রায়ের পর্যবেক্ষণে সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। শপথ ভঙ্গ করেছেন। এ কারণে তিনি এখন প্রধান বিচারপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি আরও বলেন, আমাদের দেশের সংবিধানে লেখা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। সুতরাং কোন মামলার রায়ের পর্যবেক্ষণে যখন এর ব্যত্যয় ঘটে, তখন সেটি সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন।
×