ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুল্ক কমানোর পর হিলি স্থলবন্দরে চাল খালাস শুরু

প্রকাশিত: ০৫:৪২, ১৮ আগস্ট ২০১৭

শুল্ক কমানোর পর  হিলি স্থলবন্দরে  চাল খালাস শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ আমদানি শুল্ক ১০ থেকে কমিয়ে শতকরা ২ ভাগ করায় প্রায় ২ সপ্তাহ পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা চাল বৃহস্পতিবার খালাস করতে শুরু করেছেন আমদানিকারকরা। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সভায় খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম আমদানি চালের ওপর বিদ্যমান থাকা ১০ শতাংশ থেকে ৮ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত জানান। এর ফলে বৃহস্পতিবার বিকেল ৩টায় এই আদেশ স্থলবন্দরের কাস্টমস কার্যালয়ে পৌঁছলে খালাস কার্যক্রম শুরু করেন ব্যবসায়ীরা। চাল আমদানিতে শুল্ককর কমছে, এমন খবরে এবং বিদ্যমান শুল্ক দিয়ে আটকে থাকা চাল খালাস করা হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় চালের খালাস কার্যক্রম ২ সপ্তাহ ধরে বন্ধ রাখেন আমদানিকারকরা। ফলে বন্দরের বেসরকারী অপারেটর পানামা পোর্টের অভ্যন্তরে ভারতীয় ৪৫০টি ট্রাকে প্রায় ১৪ হাজার মেট্রিক টন চাল খালাসের অপেক্ষায় আটকে থাকে। বন্দরের আমদানিকারক ব্যবসায়ী শাহিন হোসেনসহ অনেকে জানান, আগের ১০ শতাংশ শুল্ককর দিয়ে আটকে থাকা চাল ছাড় করা হলে ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হতেন। এখন ২ শতাংশ শুল্ককর দিয়ে ছাড় করা হচ্ছে এসব চাল। এর ফলে কমে আসবে চালের দাম। ৩২-৩৫ টাকায় পাওয়া যাবে আমদানি করা চাল।
×