ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ॥ সমবায় মন্ত্রী

প্রকাশিত: ০৪:৫৪, ১৭ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ॥ সমবায় মন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে বহুগুণ শক্তিশালী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, তাঁকে হত্যার পূর্বে স্বাধীনতা বিরোধী চক্র সুপরিকল্পিত পরিবেশ সৃষ্টি করেছিল। যারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র করেছিল তারা আজও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আজ রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানাসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তর প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, জাতির পিতাকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়, তাঁর সম্পর্কে কথা বলেও শেষ করা যাবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর চেতনাকে কখনও মুছে ফেলা সম্ভব নয়। বঙ্গবন্ধুর আদর্শ তাঁর মৃত্যুর পর বহুগুণে শক্তিশালী হয়েছে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর দেশকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হয়েছিল। অনেক সংগ্রাম, ত্যাগের বিনিময়ে শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করেছিলেন। দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে এনেছিলেন। সংবিধান ও সংসদকে কার্যকর ও গতিশীল করেছিলেন। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত সংবিধানের আলোকে দেশে সংসদীয় গণতন্ত্র চালু হয় উল্লেখ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, সংসদকে অপরিপক্ক বলতেও এখন অনেকে দ্বিধা করছে না। এটি ঠিক নয়। সংসদ যদি অপরিপক্ক হয় তাহলে তো দেশই অপরিপক্ক। এধরণের কমেন্ট সুচিন্তিত অভিমত নয়। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে কোন ধরণের ষড়যন্ত্র হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ বলেন, দারিদ্র্য বিমোচনের দায়িত্ব এই মন্ত্রণালয়কে নিতে হবে। সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতেও এরজিআরডি মন্ত্রণালয়কে অধিক ভূমিকা রাখতে হবে। মন্ত্রী দারিদ্র্য বিমোচনে সমবায় ও ক্ষুদ্র ঋণের প্রবক্তা হিসেবে কুমিল্লা বার্ডের অবদান তুলে ধরে বলেন, ক্ষুদ্র ঋণের প্রবক্তা হিসেবে নোবেল প্রাইজ বার্ডের পাওয়া উচিৎ ছিল। আমরা তখনই জাতির পিতার শোক পালন করতে পারবো, যখন তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। এলজিআরডি প্রতিমন্ত্রী রাঙ্গাঁ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা এবং ১৫ আগস্টের সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
×