ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতি তার পদের যোগ্য নয় ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৩:২২, ১৭ আগস্ট ২০১৭

প্রধান বিচারপতি তার পদের যোগ্য নয় ॥ হাছান মাহমুদ

অনলাইন রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধান বিচারপতি এসকে সিনহা ষোড়শ সংশোধনীর বাতিলের রায়ের পর্যবেক্ষণে সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। শপথ ভঙ্গ করেছেন। এ কারণে তিনি এখন প্রধান বিচারপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমাদের দেশের সংবিধানে লেখা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। সুতরাং কোনো মামলার রায়ের পর্যবেক্ষণে যখন এর ব্যত্যয় ঘটে, তখন সেটি সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন।’ রাজধানীতে জঙ্গি হামলার ষড়যন্ত্র ও ষোড়শ সংশোধনী বাতিলের রায় একইসূত্রে গাঁথা দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘কোনো ঘটনা থেকে কোনো ঘটনা বিচ্ছিন্ন নয়। প্রধান বিচারপতি বিরোধী শক্তির কাছে একটি রাজনৈতিক হাতিয়ার তুলে দিয়েছেন। সেটিকে পুঁজি করে ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট একটি ঘটনা ঘটিয়ে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। যেটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে।’ বিএনপি ইস্যু ধার করে রাজনীতি করছে দাবি করে তিনি বলেন, ‘বিএনপির কোনো রাজনীতি নেই। বিএনপি একটি পরগাছা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতি কিছুক্ষণ তেল গ্যাস, কিছুক্ষণ ফরহাদ মজহার, এখন দেখতে পাচ্ছি, ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ নিয়ে রাজনীতি।’ বিএনপি চেয়ারপারসন আবারও ষড়যন্ত্র করছেন দাবি করে তিনি বলেন, ‘আমাদের দেশে বর্তমানে বিপদ হচ্ছে বন্যা, আর আপদ হচ্ছে খালেদা জিয়া। তিনি সব সময় বাংলাদেশের মানুষের পাশে আপদ হিসেবে আবির্ভূত হন। এখন লন্ডনে তার পুত্রের সঙ্গে বসে ষড়যন্ত্র করছেন।’ আয়োজক সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, রাশেদুল ইসলাম রাসেল, নওশের আমিন প্রমুখ।
×