ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছয় মাসে খেলাপী ঋণ বেড়েছে ১২ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০২:৫১, ১৭ আগস্ট ২০১৭

ছয় মাসে খেলাপী ঋণ বেড়েছে ১২ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন স্বাভাবিক। তবুও ব্যবসা-বাণিজ্যে গতি ফিরছে না। উদ্যোক্তারা নতুন করে বিনিয়োগে আসছেন না। প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেকেই শিল্পকারখানা বন্ধ করে দিচ্ছেন। এমন পরিস্থিতিতে একদিকে যেমন ব্যাংকের ঋণ বিতরণ বাড়ছে না, অন্যদিকে আগে বিতরণ হওয়া ঋণের টাকাও ফেরত পাচ্ছে না ব্যাংক। ফলে ব্যাংকিং খাতের খেলাপী ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকিং খাতে খেলাপী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ১৪৮ কোটি টাকা। যা বিতরণ হওয়া ঋণের ১০ দশমিক ১৩ শতাংশ। গত বছরের ডিসেম্বর শেষে এ খাতে খেলাপিঋণ ছিল প্রায় ৬২ হাজার কোটি টাকা। অর্থাৎ গত ছয় মাসে খেলাপী ঋণ বেড়েছে ১২ হাজার ১৪৮ কোটি টাকা। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিতে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনে (নিয়মিত) বিশেষ ছাড় দেয়া হয়। ২০১৩ সালের জুলাই থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে এ সুযোগ নেন দেশের ক্ষুক্ষ ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় শিল্প গ্রুপ। এর আওতায় বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সাপেক্ষে প্রায় ৪৯ হাজার কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত করা হয়েছে। এর বাইরে বিদ্যমান নীতিমালার আওতায় ব্যাংকগুলো নিজেরা আরও ৬৪ হাজার ৮৬২ কোটি টাকার ঋণ নিয়মিত করেছে। গেল বছরজুরেও ঋণ পুনঃতফসীল সুবিধা অব্যাহত ছিল। তারপরও এ খাতে খেলাপি না কমে উল্টো বেড়েছে। সূত্র বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত নিয়মিত ঋণগুলো আবারো খেলাপি হতে শুরু করেছে। ফলে খেলাপিঋণ বাড়ছে।
×