ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে বাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত, নিহত ১

প্রকাশিত: ০২:৫১, ১৭ আগস্ট ২০১৭

জয়পুরহাটে বাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত, নিহত ১

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাট জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ঘন্টায় তুলশীগঙ্গা নদীর পানি বৃহষ্পতিবার বিপদ সীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে পাঁচবিবির বিদ্দি গ্রামের বিলাসী রানী বর্মণ নামের এক গৃহবধু দেয়াল চাপায় নিহত হয়েছে। এনিয়ে জেলায় বন্যায় ২জনের মৃত্যু ঘটে। এদিকে বৃহষ্পতিবার জেলার আরো বিস্তির্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। তুলশী গঙ্গা বাঁধের মাদারতলী ঘাট এলাকায় বাঁধ ভেঙ্গে আক্কেলপুর উপজেলার বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। আক্কেলপুর উপজেলার প্রধান সড়ক পানির নীচে তলীয়ে গেছে। আক্কেলপুর পোষ্ট অফিসে পানি উঠেছে। ওই এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গেছে। বৃহষ্পতিবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলার বন্যা দূর্গত এলাকা পরিদর্শণ করেন এবং কোমর পর্যন্ত পানিতে গিয়ে বন্যার্তদের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫লাখ টাকা বিতরণ করেন। এদিকে পাঁচবিবির গদাইপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসন বন্যার্তদের জন্য আশ্রয় শিবির খুলেছে। ওই বিদ্যালয়ে ২৬১ পবিারের ১২৫৫জন আশ্রয় নিয়েছ্। জেলা প্রশাসন জেলার ৫টি উপজেলায় ৪০ মেট্রিক টন চাউল ও ৮০হাজার টাকা বরাদ্দ দিয়েছে,যা খুবই অপ্রতুল বলে অভিযোগ উঠেছে। এদিকে গোখাদ্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। সব্জির মূল্য আকাশচুম্বি হয়েছে। আটার দাম বেড়েছে। এদিকে জয়পুরহাট সদও উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান তিনি ব্যক্তিগতভাবে দোগাছী ও ভাদসা ইউনিয়নে ৪০ পরিবারের মধ্যে কেজি করে আট বিতরণ করেন।
×