ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে অবৈধ বালু উত্তোলন কাজের মেশিন ধ্বংস

প্রকাশিত: ০২:৫০, ১৭ আগস্ট ২০১৭

শেরপুরে অবৈধ বালু উত্তোলন কাজের মেশিন ধ্বংস

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ীর চেল্লাখালী নদীতে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহারের অভিযোগে ১১টি শ্যালো মেশিন যন্ত্র ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমানের নেতৃত্বে চেল্লাখালী নদীর বুরুঙ্গা ও পলাশিকুড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওইসব শ্যালো মেশিন ভেঙ্গে ও আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। জানা যায়, দীর্ঘদিন যাবত নিয়ম-নীতি উপেক্ষা করে উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদী থেকে অপরিকল্পিতভাবে যত্রতত্র খানা-খন্দক ও সুরঙ্গ করে বালু উত্তোলন করে আসছিল শতাধিক বালু ব্যবসায়ী। কিছুদিন আগে নদী থেকে যত্রতত্র বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। এতে ভোগাই নদীতে ব্যবহার করা বেশিরভাগ শ্যালো মেশিন বন্ধ হলেও চেল্লাখালীতে বসানো শ্যালো মেশিনগুলো যথারীতি চলছিল। এদিকে একইদিন ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আন্দারুপাড়ার মিজান বেকারীকে ২০ হাজার, নন্নীর ইসলাম বেকারীকে ৩০ হাজার ও বুরুঙ্গার ফাতেমা বেকারীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে।
×