ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে বন্যাবন্দি গর্ভবতী নারীর মৃত্যু

প্রকাশিত: ০২:৪৮, ১৭ আগস্ট ২০১৭

জামালপুরে বন্যাবন্দি গর্ভবতী নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে আটকাপড়া জিলাতন বেগম (২২) নামের একজন গর্ভবতী নারী মারা গেছেন। উপজেলার চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বামনা গ্রামে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, গর্ভবতী জিলাতন বেগমদের ঘরে যমুনা নদীর বন্যার পানি উঠেছে। ঘরের ভেতরে টং পেতে তাকে সেখানে রাখা হয়েছিল। শরীরে জ্বর ও তলপেটে প্রচন্ড ব্যথার কারণে বৃহস্পতিবার সকাল থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার স্বামী রবিজল শেখ ও পরিবারের অন্যান্যরা পানিবন্দি অবস্থায় তার চিকিৎসার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। জিলাতন বেগমকে নিয়ে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে টংয়ের উপরেই তিনি মারা যান। এ নিয়ে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মর্মান্তিক এই মৃত্যু প্রসঙ্গে চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম এ প্রতিনিধিকে বলেছেন, আমি শুনেছি যে পশ্চিম বামনা গ্রামে জিলাতন বেগম নামের একজন গর্ভবতী নারী মারা গেছেন। তিনি আরও জানান, ভয়াবহ বন্যার কারণে জিলাতনদের মতো বহু মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সুস্থ মানুষেরাই কোথাও থেকে বের হতে পারছেন না। এদিকে ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান টিটু গর্ভবতী জিলাতন বেগম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গর্ভবতী ওই নারীর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
×