ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০ আগস্ট থেকে লঞ্চের কেবিনের টিকেট বিক্রি

প্রকাশিত: ০২:১৪, ১৭ আগস্ট ২০১৭

২০ আগস্ট থেকে লঞ্চের কেবিনের টিকেট বিক্রি

স্টাফ রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে লঞ্চের কেবিনের অগ্রিম টিকেট বিক্রি শুরুর দ্বিতীয় দিনে তা আবারো বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো টিকেট বিক্রির কথা ছিল। সর্বশেষ ২০ আগস্ট থেকে অগ্রিম টিকেট বিক্রির সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে। মালিকপক্ষের মধ্যে দ্বিমত থাকায় এমন পরিস্থিতির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরি ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলের ৪১টি রুটের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের টিকেট বিক্রি শুরু হবে আগামী সোমবার থেকে। তারা জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালের বুকিং কাউন্টার থেকে ঐ দিন সকাল থেকে যাত্রীরা টিকেট সংগ্রহ করতে পারবেন। এদিকে নৌ-পথে নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিআইডব্লিউটিএ, বিআরডব্লিউটিসি, লঞ্চ মালিক ও শ্রমিক প্রতিনিধি, আইনশঙ্খলা বাহিনী, ঢাকা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে লঞ্চে যাত্রী নিরাপত্তা, টিকেট কালোবাজারী প্রতিরোধ, লঞ্চে নিরাপত্তা সরঞ্চাম রাখা, অপরাধ দমন, মাঝ নদীতে যাত্রী তোলা, বাড়তি যাত্রী পরিবহন, মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়। এজন্য ঢাকা নদী বন্দরে ৩২টি সিসি ক্যামেরা যুক্ত কার হবে। আবু জাফর হাওলাদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ-’র চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হক, লঞ্চ মালিক সিমিতির নেতা বদিউজ্জামান, এএসপি সাঈদুর রহমান, পুলিশ কর্মকর্তা ইব্রাহিম খান, মোঃ ফারুকী, শাহ আলম, জয়নাল আবেদীন প্রমুখ।
×