ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামালপুরে তারাকান্দি-ভূয়াপুর বঙ্গবন্ধু সেতু সড়কে ভাঙন

প্রকাশিত: ০১:৪৮, ১৭ আগস্ট ২০১৭

জামালপুরে তারাকান্দি-ভূয়াপুর বঙ্গবন্ধু সেতু সড়কে ভাঙন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর জেলায় বন্যাপরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি জেলার বাহাদুরাবাদ পয়েন্টে ১২ সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ফলে জেলার সাতটি উপজেলায় বন্যার্তরা মানবেতর জীবন যাপন করছে। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইসলামপুর, মাদারগঞ্জসহ সাতটি উপজেলা ৫৮৩টি গ্রামের ৭ লাখ ৪১ হাজার ৭৪২ জন মানুষ পানিবন্দি রয়েছে। একদিকে চলছে ত্রাণ সঙ্কট। অন্যদিকে দুর্গত এলাকায় সরকারি ত্রাণও পৌঁছাতে পারছেন না। জেলার ইসলামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে ২৩টি আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের রান্না করার খিচুরি খাবার পরিবেশন করা হচ্ছে। তারাকান্দি-ভূয়াপুর বঙ্গবন্ধু সেতু পাকা সড়ক বাঁধের সরিষাবাড়ীর আওনা ইউনিয়নের স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে বুধবার রাত একটার দিকে যমুনার পানি তোড়ে অন্তত ৩০ মিটার বাঁধ ভেঙে গেছে। এতে আওনা ও পিংনা ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। যমুনার পানি ছড়িয়ে পড়ছে গ্রামের পর গ্রাম। এই সড়কে রাজধানীসহ উত্তরাঞ্চলে যাতায়াতের সব ধরনের যানবাহন ও যমুনা সার কারখানার ইউরিয়া সার পরিবহন বন্ধ হয়ে গেছে। অপরদিকে যমুনা নদীর তীর ঘেষে স্থল বেড়িবাঁধ ও কাওয়ামারা বাঁধের কয়েকটি স্থানে ছিদ্র ও ফাটল সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে ঘাটাইল থেকে সেনাবাহিনীর একটি দল বালিভর্তি জিও ব্যাগ ফেলে পিংনা ও আওনা ইউনিয়নে বাঁধ রক্ষার কাজ করছে বলে সরিষবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড মোর্শেদ আলী জানিয়েছেন।
×