ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেন ড্রাইভ জাজমেন্ট ॥ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ

প্রকাশিত: ০১:০২, ১৭ আগস্ট ২০১৭

পেন ড্রাইভ জাজমেন্ট ॥ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের মাধ্যমে উচ্চ আদালতের বিচারকদের অপসারন সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের প্রেক্ষিতে সুপ্রীমকোর্ট প্রাঙ্গনে গতকাল তৃতীয় দিনের মতো পক্ষে বিপক্ষে পূর্ব নির্ধারিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার দুপুরে সুপ্রীমকোর্ট প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করেন সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় সরকারদলীয় আইনজীবী নেতৃবৃন্দ ষোড়শ সংশোধনীর বাতিলের রায়কে ‘পেন ড্রাইভ জাজমেন্ট’ উল্লেখ করে অনুতিবিলম্বে রায়ের অপ্রাসঙ্গিক বক্তব্য বাতিলের দাবি জানান। দুপুরে সুপ্রীমকোর্টের শামসুল হক চৌধুরী মিলনায়তনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিবাদ কর্মসূচীতে সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন, এই রায়ে ৪০০ পাতার যে পর্যবেক্ষন দিয়েছেন তা আমরা মেনে নিতে পারিনা। বিশেষ করে বঙ্গবন্ধু সম্পর্কে যে কটুক্তি করেছেন পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা দেখিয়ে সেটা পূরণ করা পূরণ করা যাবেনা। তিনি বলেন, পর্যবেক্ষনে বঙ্গবন্ধু, ১১৬ অনুচ্ছেদ, সংসদ সদস্যদের সম্পর্কে যে সব বক্তব্য দেয়া হয়েছে অবিলম্বে তা এক্সপাঞ্জ করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আমাদের আন্দোলন চলবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, এই রায়ে জাতির পিতাকে যেভাবে কটুক্তি করা হয়েছে সেটি বাংলার মানুষ কোনদিন মেনে নেবেনা। বঙ্গবন্ধু এককভাবেই স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তা তার সম্পর্কে কটুক্তি করা হলে আমরা আইনজীবীরা তা সহ্য করতে পারিনা। তিনি বলেন, রায়ের পর্যবেক্ষনের এসব বক্তব্য সময়মতো এক্সপাঞ্জ করা না হলে আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো। সংগঠনের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার বলেন, সংবিধানের ১১১ অনুচ্ছেদের বিষয়ে আমরা ওয়াকিবহাল রয়েছি। এই রায়ে যত বক্তব্য এসেছে এই সব কথা রাজনৈতিক। এই রায়ে আইন থেকে রাজনৈতিক কথা বেশি বলা হয়েছে। রায়ে জনগনের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। আপিল বিভাগের বিচারপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, অনতিবিলম্বে এই রায় বাতিল করে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে রায়ের মধ্যে প্রতিফলন ঘটাতে হবে। না হলে আমরা আইনজীবীরা আন্দোলন গড়ে তুলবো এবং সেই আন্দোলনের দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, রায়ে বলা হয়েছে সংসদ নাকি ম্যাচিউরড নয়। ওনারা (সুপ্রিমকোর্টের বিচারকরা) কেমন ম্যাচিউরড- তিন বছরেও একজন ভ’ক্তভোগী তার রায়ের কপি হাতে পান নি। এমনই তাদের ম্যাচিউরিটি। শেখ ফজলে নূর তাপস বলেন, যে রায় দেয়া হয়েছে সেটা হলো ‘পেন ড্রাইভ জাজমেন্ট’। কোথা থেকে কোন পেন ড্রাইভে কোন ল্যাপটপ থেকে এই রায়ের উৎপত্তি হয়েছে সেটা আমাদের জানা আছে। অচিরেই জনগনের কাছে এই মুখোশ উন্মোচন করবো। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী, সমিতির বর্তমান সিনিয়র সহ-সভাপতি মো. ওজি উল্লাহ, সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ।
×