ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাঁটুতে চোট পেয়েছেন সুয়ারেজ

প্রকাশিত: ১৯:১৭, ১৭ আগস্ট ২০১৭

হাঁটুতে চোট পেয়েছেন সুয়ারেজ

অনলাইন ডেস্ক ॥ স্প্যানিশ সুপার কাপের দুই লেগেই রিয়াল মাদ্রিদের কাছে হেরে শিরোপা খুইয়েছে বার্সেলোনা। এর মধ্যেই আরেক দুঃসংবাদ শুনতে হয়েছে কাতালান ক্লাবটিকে। হাঁটুর চোটে পড়েছেন লুইস সুয়ারেজ। লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে উরুগুইয়ান স্ট্রাইকারের খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে ফিরতি লেগে রিয়ালের কাছে ২-০ গোলে হারে বার্সা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে দশমবারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘুরে তুলেছে রিয়াল। এই ম্যাচেই ডান হাঁটুতে চোট পেয়েছেন সুয়ারেজ। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার আরো পরীক্ষা হবে সুয়ারেজের। এরপরই চোটের ধরন সম্পর্কে জানা যাবে। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে বলেছেন, ‘ওর হাঁটুতে চোট লেগেছে। তবে চোটের অবস্থা সম্পর্কে জানতে আমাদের অপেক্ষা করতে হবে।’ নেইমার পিএসজিতে চলে যাওয়ায় এমনিতেই বার্সায় একটা শূন্যতা তৈরি হয়েছে। রোববার বেতিসের বিপক্ষে ম্যাচের আগে সুয়ারেজের চোটটা বার্সার জন্য বড় সংবাদই বটে।
×