ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের কাছে তালেবানের খোলা চিঠি

প্রকাশিত: ১৮:১৯, ১৭ আগস্ট ২০১৭

ট্রাম্পের কাছে তালেবানের খোলা চিঠি

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তান ভিত্তিক জঙ্গীসংগঠন তালেবান ট্রাম্পের কাছে খোলা চিঠিতে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, রক্তপাত আর ধ্বংস ছাড়া ১৬ বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো লাভ হয়নি। তালেবান আরো বলেছে, ফলহীন যুদ্ধে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্র তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এ যুদ্ধ শেষ করার দায়িত্ব আপনার (ট্রাম্প) ওপরও বর্তায়। জঙ্গীসংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত খোলা চিঠিতে এ আহ্বান জানানো হয়। এদিকে সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই একটি কৌশল নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে ট্রাম্পের কয়েকজন শীর্ষ সহযোগী আফগানিস্তানে সেনা বাড়ানোর নতুন কৌশলের সমালোচনা করছেন। আর এখন ট্রাম্পকে সেনা সরানোর আহ্বান জানিয়ে চিঠি দিল তালেবান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে। ভিয়েতনাম যুদ্ধের পর আফগানিস্তান যুদ্ধই ওয়াশিংটনের সবচেয়ে দীর্ঘমেয়াদি সামরিক আগ্রাসন। যুক্তরাষ্ট্রের জন্য এ যুদ্ধ সবচেয়ে ব্যয়বহুলও। আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ১০০ বিলিয়ন ডলার ব্যয় করেছে।
×