ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

Mohammad Billal Hossain;###;(M.Sc M.Ed);###;W.E.T.T.V.E.C (Chennai, Tamilnadu, India);###;International Seminar on P.S.R Engeneering College, Sivakashi, Tamilnadu, India.;###;International Symposium on Arunal College of Engeneering college, Tamilnadu, Ind

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ গণিত

প্রকাশিত: ০৫:৩৮, ১৭ আগস্ট ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ গণিত

১৬। মুনাফার হার ২% বৃদ্ধি পাওয়ায় ৪ বছরে ১২৮ টাকা আয় বাড়ে। মূলধন কত টাকা? (ক) ২৪০০ টাকা (খ) ১৬০০ টাকা (গ) ২৪৫০ টাকা (ঘ) ৩২০০ টাকা ১৭। বার্ষিক ১০% সরল মুনাফায় ৫০০০ টাকা ৩ বছরের জন্য বিনিয়োগ করা হলে র. মুনাফা আসল ৬৫০০ টাকা রর. মুনাফা ১৫০০ টাকা ররর. মুনাফা আসলের ৩/১০ অংশ নিচের কোনটি সঠিক? (ক) র, রর (খ) র, রর, ররর (গ) রর, ররর (ঘ) র, ররর ১৮। ৪% কে অনুপাতে প্রকাশ করলে কত হবে? (ক) ২৫ : ২ (খ) ১ : ২৫ (গ) ২৫ : ১ (ঘ) ১ : ২০ নিচের তথ্যের আলোকে ১৯, ২০, ২১ নং প্রশ্নের উত্তর দাও : একই হার মুনাফায় ১০০ টাকা ৮ বছরে মুনাফা আসলে ৩ গুণ হয় এবং হ বছরে তা মুনাফা আসলে ৪ গুণ হয়। ১৯। হ বছরে মুনাফা কত টাকা? (ক) ১০০ টাকা (খ) ১৫০ টাকা (গ) ৩০০ টাকা (ঘ) ৪০০ টাকা ২০। প্রতি ৮ বছরে মুনাফা কত টাকা বৃদ্ধি পায়? (ক) ২৫০ টাকা (খ) ২০০ টাকা (গ) ৩০০ টাকা (ঘ) ১০০ টাকা ২১। হ = কত বছরে? (ক) ১০ বছরে (খ) ১২ বছরে (গ) ১৮ বছরে (ঘ) ২৪ বছরে নিচের তথ্যের আলোকে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও : কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা আসলে ১৮৩০ টাকা হয়। ২২। আসল কত টাকা? (ক) ১১০০ টাকা (খ) ১২০০ টাকা (গ) ১৫০০ টাকা (ঘ) ১৮০০ টাকা ২৩। বার্ষিক মুনাফার হার কত? (ক) ১০% (খ) ১০.২৫% (গ) ১০.৫০% (ঘ) ১১.৫০% উত্তরমালা ১৬। খ ১৭। খ ১৮। খ ১৯। গ ২০। খ ২১। খ ২২। খ ২৩। খ।
×