ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালমান ভক্তরা কিসের অপেক্ষায়

প্রকাশিত: ০৫:২৬, ১৭ আগস্ট ২০১৭

সালমান ভক্তরা কিসের অপেক্ষায়

আগামীকাল সকাল ১০টায় নিউইয়র্কের একটি ফ্লাইটে করে ঢাকায় আসছেন রাবেয়া সুলতান রুবী! তদন্ত কর্মকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিতে। একটু ভাবুন তো! নির্ভরযোগ্য কোন সূত্র যদি এমন কোন খবর নিশ্চিত করে! তাহলে, কি ঘটবে সালমান ভক্তদের অন্তপুরে! আশা করি সেই চাঞ্চল্যের দৃশ্যপট কারও মাথায় ধরবে না! শহরের অলিগলি থেকে শুরু করে, গ্রামের হাটবাজারে চলছে অন্তহীন আলোচনার ঝড়! সালমান শাহের মৃত্যু রহস্য। সাধারণ মানুষ থেকে শুরু করে সালমান ভক্ত সবাই তার মৃত্যু নিয়ে একরকম বিস্ময়কর চিন্তায় মগ্ন! একুশ বছর আগে সালমান কি খুন হয়েছে! না-কি আত্মহত্যা করেছে! এমন প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর আজও তারা পায়নি! বিশেষ করে, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত চলছে, চুলচেরা বিশ্লেষণ! পাশাপাশি টেলিভিশন পত্র-পত্রিকাতেও আলোচনা কম হচ্ছে না। আলোচনা এতটাই প্রবল! মনে হয় যেন সালমান শাহের গত কয়েক দিন আগে অস্বাভাবিক মৃত্যু হয়েছে! কিন্তু, না সালমান তো ইহলোক ছেড়ে সেই কবেই চলে গেছে। সময়টাও কম নয়, একুশ বছর! তবে কেন তিনি এখনও সমসাময়িক! কি কারণে অসংখ্য দর্শক এখনও তাকে নিয়ে মেতে ওঠে? এত কেন? আসলে আমরা যারা খবরের লোক, সালমান সম্পর্কে (খবরের প্রয়োজনে) যতটুকু জানি তার থেকে ঢের জানাশোনা তার ভক্তদের। তিনি এই বাংলার অসংখ্য মানুষের আবেগের নরম জায়গা। সত্যই তিনি বহু মানুষের এখনও স্বপ্নের নায়ক! যে কারণে, সালমান নায়ক হবার পর আজও মরেনি! সপ্তাহখানেক আগে সালমানের অপমৃত্যু মামলার ৮ম আসামি আমেরিকান প্রবাসী রুবি সুলতানা একটি ভিডিও বার্তা দিয়ে আবারও সালমান ভক্তদের তছনছ করলেন। তার বার্তার সার বক্তব্য, ‘সালমান আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।’ পরে আরও একাধিক ভিডিও বার্তা তিনি দিয়েছেন সেই বার্তাগুলোর কোন তথ্যই পরিষ্কার নয়। আসলে তার প্রথম বার্তাটি সালমান ভক্ত তথা দেশবাসীকে ভীষণভাবে আলোড়িত করে। নিজের ইউনিক স্টাইল, সাবলীল অভিনয় এবং তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার অস্বাভাবিক মৃত্যু হয়। এরই সঙ্গে তার মৃত্যুকে কেন্দ্র করে একটি অন্ধকার অধ্যায়ের শুরু হয়। এক ভিডিও বার্তায় সবকিছু যখন নতুন করে মোড় নিল। তখনই আলোচনায় সেই পুরনো অধ্যায়গুলো। সালমানের মায়ের দাবি তার ছেলে ইমনকে পুত্রবধূ সামিরা এবং তার ঘনিষ্ঠ সহচরীরা মিলে খুন করেছে। স্ত্রী সামিরার দাবি মায়ের সঙ্গে সালমানের তিক্ত সম্পর্ক। ক্যারিয়ারে বিভিন্ন ঝামেলার কারণে সে আত্মহত্যা করেছে। বাবা কমর উদ্দিন চৌধুরীর দায়ের করা অপমৃত্যু মামলার তদন্ত রিপোর্টে ছিল সালমানের আত্মহত্যার পক্ষে। অর্থাৎ, তিনি আত্মহত্যা করেছেন। বাবা মারা যাবার পর মা নীলা চৌধুরী ওই রিপোর্ট মেনে নেননি, পুনরায় তদন্তের আবেদন জানিয়েছিলেন। সবশেষ মামলার ৮ম আসামি রুবি যখন ভিডিও বার্তায় কান্না করে বলেছে, ভাবি আপনার ইমন আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে! বার্তা দেখে সবাই ভাবতে শুরু করেছে তাহলে সত্যই সালমান খুন হয়েছিল! রুবির পরের ভিডিও বার্তাগুলোর বক্তব্যর সঙ্গে প্রথমটার মিল নেই ঠিকই কিন্তু অনেক অন্ধকার ধারণা স্পষ্ট। এর উত্তর হয়তো রুবিই দিতে পারবে। এমনটাই সালমান ভক্তদের ধারণা। সালমানের স্ত্রী সামিরা সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছেন, আমিও চাই ইমনের মৃত্যুর সঠিক সত্য প্রতিষ্ঠিত হোক। স্ত্রী হয়ে স্বামীর খুনী হয়ে বেঁচে থাকতে আর ভাল লাগছে না। প্রয়োজনে এফবিআই আসুক ইন্টারপোল আসুক তবু যেন বিষয়টা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়। মায়ের দাবি ছেলে খুন হয়েছে। স্ত্রীর দাবি স্বামী আত্মহত্যা করেছে দু-পক্ষই যার যার মতো করে প্রমাণ করার চেষ্টা করছে। তাদের চেষ্টা এবং বক্তব্য উল্লেখ করলে লেখা খুব দীর্ঘ হবে। মূল বিষয়ও উদঘাটন হবে না। তার জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। সালমান ভক্তরাও হয়ত তারই অপেক্ষায়। তাদের বিশ্বাস এবার হয়তো তারা তাদের প্রিয় তারকার মৃত্যুর সঠিক কারণ তারা জানতে পারবে। সালমানকে নিয়ে তুার ভক্তদের কেন এত আবেগ আগ্রহ। সেই ১৯৯৬ সালে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ৪০-৪২ জনের আত্মহত্যা (নীলা চৌধুরীর দেয়া তথ্য) বহু মানুষ বাড়ি ঘর ছেড়ে দূর-দূরান্ত থেকে ছুটে গেছেন তার কবরে। আর আজ যখন সবকিছু থমথমে তখন নতুন করে আর এক ভক্ত ঘোষণা দিয়েছেন সালমান হত্যার বিচার না হলে সে আত্মহত্যা করবে, যার দায়ভার সরকারকেই নিতে হবে। সালমান এত অল্প কাজ করে তার ওই ছোট জীবনটাকে এতটাই দীর্ঘ করছেন তা সত্যই বিস্ময়কর!
×