ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উপলের এ্যালবাম ‘দেশি হিপহপ ভলিউম ২’

প্রকাশিত: ০৪:২০, ১৭ আগস্ট ২০১৭

উপলের এ্যালবাম ‘দেশি হিপহপ ভলিউম ২’

সংস্কৃতি ডেস্ক ॥ র‌্যাপ গানের রেশ এসে পড়েছে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনেও। অনেক যুবক ছেলে মেয়েরাই ঝুঁকছেন র‌্যাপ গানের দিকে, কেউ কেউ হয়ে যাচ্ছেন র‌্যাপার। গত বছর ১০০ র‌্যাপার নিয়ে তৈরি ‘দেশি হিপহপ ভলিউম ১’ নামক একটি গানের এ্যালবামের মাধ্যমে মুর্তজা মাহমুদ উপল বাংলাদেশের র‌্যাপ সঙ্গীতে একটি নতুন মাত্রা যোগ করেন। এ্যালবামের ব্যবস্থাপক কর্ণধার এবং উদ্যোক্তা মর্তুজা মাহামুদ উপল। বাংলাদেশ ছাড়াও এখানে অংশগ্রহণ করেছিল ঘানা, জাম্বিয়া, আমেরিকা, সৌদি আরব, চীন, ভারত এবং ইউরোপের বিদেশী এবং প্রবাসী র‌্যাপাররা। এরই ধারাবাহিকতায় এবার ঈদ উপলক্ষে র‌্যাপ সঙ্গীত ভক্তদের জন্য মুর্তজা মাহমুদ নতুন আঙ্গিকে নিয়ে আসছেন ‘দেশি হিপহপ ভলিউম ২’। এই এ্যালবামে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ২০০ র‌্যাপার।
×