ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুমন রেজার ‘রাত আঁধারী’

প্রকাশিত: ০৪:১৯, ১৭ আগস্ট ২০১৭

সুমন রেজার ‘রাত আঁধারী’

স্টাফ রিপোর্টার ॥ আনিসুর রহমান মিলন ও অভিনেত্রী নাজিরা আহমেদ মৌ জুটি অভিনীত ‘রাত আঁধারী’ নাটকটি আজ বৃহস্পতিবার রাত ৮-১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। নাটকের মূল গল্প ভাবনা আসিফ মোঃ নজরুল। গল্পের নাট্যরূপ দিয়েছেন হানিফ পালোয়ান ও আসিফ মোঃ নজরুল। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সুমন রেজা। নাটকে মিলন এবং মৌ ছাড়াও আরও অভিনয় করছেন জিদান সরকার, শেলী আহসান, আসিফ নজরুল, হানিফ পালোয়ান, আবদুল হক, মঈন আহমেদ, জিয়া, রনি প্রমুখ। নাটকের চিত্র গ্রহণ জহির রায়হান। নির্বাহী প্রযোজক জুয়েল হোসেন রনি। সৃষ্টি এন্টারটেইনমেন্ট প্রেজেন্টসের ব্যানারে নাটকটি নির্মিত হয়েছে। পরিচালক সুমন রেজা বলেন, আমি গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটু ভিন্ন গল্পের নাটকটি নির্মাণ করতেই পছন্দ করি। এটিও সেই ধরনের নাটক হবে। নাটকটি এক রাতের একজন ডাক্তারের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে। যাতে দেখা যাবে কর্মস্থল থেকে ডাক্তার রফিক বাসায় যাওয়ার পথে একটি মেয়েকে হঠাৎ পালিয়ে যেতে দেখেন। এ নিয়ে তার মধ্যে কৌতূহল এবং সংশয় দেখা দেয়। একপর্যায়ে তিনি মেয়েটিকে তার গাড়িতে তুলেই নানা বিপদের সম্মুখীন হন। শেষতক তিনি তাকে বাসায় নিয়ে গেলে তার মা বাসায় জায়গা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে মেয়েটির কান্না দেখে তার মন নরম হয় এবং রাতে বাসায় রাখার শর্তে রাজি হয়। কিন্ত তাকে বাসায় জায়গা দেয়ার পর থেকেই ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। যা দর্শকরা টিভির পর্দায় দেখেই বুঝে নেবে এ নাটকটি নামকরণের সার্থকতা কি। আশা করি, বরাবারের মতো এই নাটকটি দর্শকদের ভাল লাগবে। তিনি বলেন, নাটকটির গল্পের প্রয়োজনেই রাতেই শূটিং করা হয়েছে নতুন শূটিং হাউস মাওনায়। মিলন ভাই মৌসহ পুরো ইউনিটকে দুই রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে। বস্তত গল্পের প্রয়োজনেই সবাই এ ত্যাগ স্বীকার করতে রাজি হয়েছে। এ জন্য ধন্যবাদ জানাই নাট্যকার আসিফ নজরুল ও হানিফ পালোয়ানকে। আশা করি, এ নাটকটিও দর্শকের আনন্দ দেবে। ‘রাত আঁধারী’ নাটক প্রসঙ্গে নাজিরা আহমেদ মৌ বলেন, চমৎকার একটি গল্পের নাটক। নাটকে এক রাতের কাহিনী এবং এক পোশাকের চরিত্র আমার। আমি মিলন ভাইয়ের সঙ্গে এর আগে প্রায় ১৫টির মতো নাটক ও টেলিফিল্মে কাজ করেছি। তিনি চমৎকার একজন সহশিল্পী। তার সঙ্গে কাজ করতে বরাবরই ভাল লাগে। আশা করছি, সুমন রেজার পরিচালনায় এই নাটকেও মিলন ভাই ও আমার অভিনয় দর্শকরা পছন্দ করবেন।
×