ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ৭

প্রকাশিত: ০২:২৫, ১৬ আগস্ট ২০১৭

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ৭

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা সদরের সাথে রেলপথ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলায় বন্যা দুর্গত এলাকায় তীব্র ত্রাণ সঙ্কট দেখা দিয়েছে। সরিষাবাড়ী ও দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি উঠায় চিকিৎসা কার্যক্রম চালানো যাচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষ জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেলপথে বুধবার সকাল থেকে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার রাত থেকে সরিষাবাড়ী থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে গেছ। গত সোমবার রাত থেকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন স্থানে পানিতে ডুবে ছয়জন এবং বন্যার পানিতে পড়ে থাকা বিদ্যুতের সচল তারের স্পর্শে একজন মারা গেছে। জানা গেছে, জেলার মেলান্দহ পৌরসভার নলবাড়িয়া গ্রামের ময়না মিয়ার ছেলে সজিব মিয়া (১৪) ও নাগেরপাড় গ্রামের জিল্লুর রহমান (১৪) নামের দুই বন্ধু বুধবার সকাল ১০টার দিকে বন্যার পানি দেখতে রাস্তায় গেলে পানির প্রবল স্রোতে তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। তারা পানিতে ডুবে মারা যায়। ওই দুই বন্ধুকে উদ্ধার করতে নেমে স্থানীয় ভালুকা গ্রামের লাল মিয়া (৪০) নামে আরও একজন সেখানে মারা যায়। মৃত সজিব মিয়া ও জিল্লুর রহমান মেলান্দহের উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। একই উপজেলার আলেয়া আজম কলেজের একাদশ শ্রেণির ছাত্র কমল সেক (২১) মঙ্গলবার রাতে বন্যার পানিতে পড়ে মারা গেছে। সে কুলিয়া গ্রামের পাগু সেকের ছেলে। কমল সেক কয়েকজন বন্ধুর সাথে মঙ্গলবার দুপুরে কুলিয়া ঈদগাহ মাঠের পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে গভীর রাতে মৃত উদ্ধার করা হয়। এ ছাড়াও বুধবার সকালে বন্যার পানিতে পড়ে থাকা বিদ্যুতের সচল তারে জড়িয়ে একই উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আটাবাড়ি গ্রামের আজিবর মোল্লা (৩২) নামে এক ব্যক্তি মারা গেছে। আজিবর মোল্লা আটাবাড়ি গ্রামের ফজর উদ্দিনের ছেলে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম এই পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে জেলার বকশিগঞ্জ পৌর এলাকার ধুমালীপাড়া পশ্চিমপাড়া গ্রামের আবেদ আলী প্রতিবন্ধী মোজাম্মেল হক (১৬) বুধবার সকালে বন্যার পানিতে ডুবে মারা গেছে। সে পানিতে গোসল করতে গিয়েছিল। অপর দিকে গত দু’দিন আগে নিখোঁজ স্কুলছাত্র ইলিয়াছ গাজীর (১৬) লাশ বুধবার সকালে উদ্ধার করেছে পুলিশ। সে বাঁশের সাঁকো থেকে কাটাখালি খালে পড়ে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়েছিল। বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এই দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
×