ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রাখতে মন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ০১:৫২, ১৬ আগস্ট ২০১৭

বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রাখতে মন্ত্রীর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রাখতে স্বাস্থ্য সেক্টরের সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় ইতোমধ্যে মেডিক্যাল টিম কাজ করছে। এলাকার চাহিদা অনুযায়ী আরো মেডিক্যাল টিম এবং প্রয়োজনীয় ওষুধ পাঠানোর জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতিও আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বুধবার রাজধানীর ধানমন্ডিস্থ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ১৪৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আয়োজিত এই আলোচনা সভার সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক প্রফেসর হামিদুল হক। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, উত্তরবঙ্গ, মধ্যাঞ্চল এবং সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত বানভাসী মানুষের পাশে নিজ উদ্যোগে সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া ও ত্রাণ তৎপরতা চালাতে হবে। যে যার অবস্থান থেকে, দলমত নির্বিশেষে সবাইকে ওই সকল এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল দলের অংশগ্রহনমুলক নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা করে মোহাম্মদ নাসিম বলেন, আমরা সব সময় সবার অংশগ্রহনে নির্বাচন চাই। এখনো আমরা চাই বিএনপিসহ সব দল আগামী নির্বাচনে আসুক। জনগণ যে রায় দেবে আমরা তা মেনে নেব। জনগণের উপর আস্থা রাখতে হবে। নির্বাচনের মাঠ ছেড়ে বিএনপিকে পালিয়ে না যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন বিরোধী দলে ছিলাম, নির্যাতন সহ্য করেছি। ভয়তো পাই নি। ইলেকশন ছেড়ে কোন দিন যায় নি। তাই আবারো বলবো ইলেকশনে আসুন, মাঠ ছেড়ে পালিয়ে যাবেন না । মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করবেন না। সরকারের জঙ্গি দমনের প্রশংসা করে নাসিম বলেন, জঙ্গিবাদ বাংলাদেশে সন্ত্রাসের একটি নতুন উপসর্গ ছিল। এই উপমহাদেশসহ আধুনিক ইউরোপ আমেরিকাতেও সম্পূর্ণভাবে দমন করতে পারে নি। কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কৌশলের মাধ্যমে তার সরকারের আমলে কঠোরভাবে জঙ্গি দমন করছেন। তার বক্তব্যের মাধ্যমে কাজের মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। সেইজন্যই মা জঙ্গি সন্তানের লাশ নিতে চায় না।
×