ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাফিক আইন লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা ॥ ডিএমপি কমিশনার

প্রকাশিত: ২২:২৭, ১৬ আগস্ট ২০১৭

ট্রাফিক আইন লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা ॥ ডিএমপি কমিশনার

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীতে উল্টোপথে গাড়ি চলাচল করলে বা কোনোভাবে ট্রাফিক আইন লঙ্ঘন করলেই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘শব্দ দূষণ ও হাইড্রলিক হর্ন বন্ধে করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, আমি বিনয়ের সাথে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, পরিস্থিতি যাই হোক, ট্রাফিক আইন ভায়োলেশন করলে, উল্টাপথে গেলে, সিগন্যাল ভায়োলেশন করলে, অবৈধ পার্কিং করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত সপ্তাহে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মিডিয়াতে সুস্পষ্টভাবে বলেছেন, কোনো মন্ত্রী-এমপির গাড়িও উল্টোপথে চলতে পারবে না। যদি আইন অমান্য করেন তাহলে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আছাদুজ্জামান মিয়া বলেন, আমি মনে করি ট্রাফিক ব্যবস্থার টেকসই উন্নতির জন্য ধাপে ধাপে এগুতে হবে। আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের একটু সময় দেন। গত এক বছরে যতটুকু অগ্রগতি হয়েছে, আরও এক বছরের মধ্যে ট্রাফিক আইন ভঙ্গের অপতৎপরতা ও অভ্যাস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। নগরীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলার জন্য গত এক বছর আগে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল তার অনেক ক্ষেত্রে সফলতা এসেছে বলে এ সময় দাবি করেন ডিএমপি কমিশনার। তিনি আরও দাবি করেন, উল্টোপথে গাড়ি চলা, মোটরসাইকেলে তিনজন যাত্রী ওঠা, হেলমেট ব্যবহার না করা, বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গ করা, হাইড্রলিক হর্নের অননুমোদিত ব্যবহার ইত্যাদি অনেকটা কমে এসেছে।
×