ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে তিনতলা থেকে পড়ে বিমান সেবিকার অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ২০:৫৬, ১৬ আগস্ট ২০১৭

ভারতে তিনতলা থেকে পড়ে বিমান সেবিকার অস্বাভাবিক মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ অস্বাভাবিক মৃত্যু হল ইন্ডিগো-র এক বিমানসেবিকার। বুধবার ভোর চারটে নাগাদ কেষ্টপুরের নোনাপুকুর এলাকায় রাস্তার উপর তাঁর মুখ থুবড়ে পড়া দেহ দেখতে পান স্থানীয়রা। চারতলা যে বাড়ির সামনে দেহটি পড়ে ছিল, তারই তিন তলার একটি ফ্ল্যাটে থাকতেন খংসিট ক্লারা বংশ রাই নামে ওই বিমানসেবিকা। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর বাড়ি মেঘালয়ের শিলঙে। তিনি ইন্ডিগো এয়ারলাইন্সে লিড কেবিন অ্যাটেনডেন্ট হিসাবে কাজ করতেন। যে ভাবে রাস্তায় তাঁর দেহ পড়েছিল, তাতে রহস্য দানা বেঁধেছে। তদন্তকারীদের দাবি, তিন তলার উপর থেকে পড়ে গেলে নীচে যেখানে পড়ার কথা, তার থেকে বেশ কিছুটা দূরেই ক্লারার দেহ উদ্ধার হয়। তবে কী, অসাবধনতাবশত পড়ে যাওয়া? নাকি পরিকল্পিত ভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়া? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব নয় বলে জানিয়েছে বাগুইআটি থানার পুলিশ। স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ক্লারার ফ্ল্যাটে দুই তরুণ-তরুণী এসেছিলেন। তাঁদের মধ্যে এক জনের জন্মদিন ছিল বলে রাতে ওই ফ্ল্যাটে পার্টিও হয়। তবে তাঁরা কখন ওই ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন, তা কারও নজরে পড়েনি। পরে ভোরের দিকে ওই বিমানসেবিকার দেহ নীচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়েরা। বাগুইআটি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ক্লারার ফ্ল্যাটে যে দু’জন রাতে এসেছিলেন, তাঁদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×