ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিয়েরা লিওনে ভূমিধসে নিখোঁজ ৬০০

প্রকাশিত: ১৯:৫৬, ১৬ আগস্ট ২০১৭

সিয়েরা লিওনে ভূমিধসে নিখোঁজ ৬০০

অনলাইন ডেস্ক ॥ সিয়েরা লিওনে ভূমিধসে নিখোঁজ ব্যক্তির সংখ্যা কমপক্ষে ৬০০ বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। এদিকে ভূমিধসে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই তিন শ'র বেশি মানুষ নিহত হয়েছেন। রাজধানী ফ্রিটাউনের ব্যাপক বৃষ্টির কারণে পাহাড়ধসের পর ভয়াবহ এ বিপর্যয়ের ঘটনা ঘটে। পাহাড় থেকে নেমে আসা ঢলে শহরের রাস্তাগুলি লাল রংয়ের কাদায় ভরে গিয়েছে। ভেসে আসছে মৃতদেহ। ঘুমের মধ্যেই ভূমিধসে বহু ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কাদামাটির নিচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ। এ ব্যাপারে সরকারি মুখপাত্র কর্নেলিয়াস দেবেঅক্স জানান, ভয়াবহ ভূমিধসের পর কলেরা মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই খারাপ, গত দুই দিনে ১০০ জনের বেশি দুর্গতকে উদ্ধার করা সম্ভব হয়নি। সেনাবাহিনী দুর্গত এলাকায় ঢুকতেই পারছে না বলে জানা গিয়েছে। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর
×