ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৭

প্রকাশিত: ১৮:০৬, ১৬ আগস্ট ২০১৭

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৭

অনলাইন ডেস্ক ॥ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তিনজন নারীর আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। বোর্নো রাজ্যের মাইদুগুরিতে একটি শরণার্থী শিবিরের কাছে ওই তিন নারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। ওই এলাকাটি ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। বিবিসির খবরে বলা হয়েছে, এ আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। এ ব্যাপারে জঙ্গিদের প্রতিরোধের জন্য গঠিত স্থানীয় স্বেচ্ছাসেবক বেসরকারী বাহিনীর সদস্য বাবা কুরা জানান, প্রথম বোমারু শরণার্থী শিবিরের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “লোকজন তাদের দোকানপাট বন্ধ করতে শুরু করে। এ সময় অপর দুই নারী বোমারু তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এই দুটি বিস্ফোরণেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। ” উল্লেখ্য, বোর্নো রাজ্যে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের শক্তিশালী আস্তানা রয়েছে। ২০০৯ সালে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পশ্চিমা শিক্ষা ব্যবস্থার চরম বিরোধী এই ধর্মান্ধগোষ্ঠী। সাম্প্রতিক মাসগুলোতে এ রাজ্যে তাদের সহিংসতার মাত্রা কয়েক গুণ বেড়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী একদল গবেষক জানিয়েছে, ইতিহাসে নাইজেরিয়ার বোকো হারামই প্রথম যাদের জঙ্গি কার্যক্রমে পুরুষের চেয়ে নারী আত্মঘাতীর সংখ্যা বেশি।
×