ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্ষেপণাস্ত্র প্রকল্পে অর্থ বরাদ্দ ইরানের

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ আগস্ট ২০১৭

ক্ষেপণাস্ত্র প্রকল্পে অর্থ বরাদ্দ ইরানের

ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে আগস্টের শুরুতে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ, পরমাণু প্রকল্প নিয়ে ২০১৫ সালে বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে ইরানের যে চুক্তি হয়েছিল তা লঙ্ঘন করছে তেহরান। ইরান ওই অভিযোগ অস্বীকার করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম আইআরআইবির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার ‘আমেরিকার সন্ত্রাসী ও আগ্রাসী কর্মকা-ের প্রতিরোধ’ শিরোনামে একটি প্রস্তাব পার্লামেন্টে উপস্থাপন করা হয় এবং অধিকাংশ এমপি প্রস্তাবের পক্ষে অবস্থান নেন। এ সময় কেউ কেউ ‘আমেরিকা নিপাত যাক’ বলেও সে্লগান দেয়। যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জবাব দিতেই ইরান সরকার এ উদ্যোগ নিয়েছে। সূত্র : ইন্টারনেট
×