ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি ইসলাম তারিক

অম্লমধুর শুরু সি আর সেভেনের

প্রকাশিত: ০৫:০৩, ১৬ আগস্ট ২০১৭

অম্লমধুর শুরু সি আর সেভেনের

গত মৌসুমে দুর্দান্ত সময় কাটানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবারও মৌসুম শুরু করেছেন দারুণভাবে। ১৩ আগস্ট স্প্যানিশ সুপার কাপে বার্সিলোনার বিরুদ্ধে চোখ ধাঁধানো গোল করেন। তবে গোল করার পর লালকার্ডও দেখেছেন। কার্ড পেয়ে মাঠ ছাড়ার সময় রেফারিকে ধাক্কা দেয়ার অপরাধে রোনাল্ডো নিষিদ্ধ হয়েছেন পাঁচ ম্যাচ। স্প্যানিশ ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে অম্লমধুরভাবেই নতুন মৌসুম শুরু করলেন রিয়াল মাদ্রিদে পর্তুগীজ তারকা। রোনাল্ডোর ধাক্কা দেয়ার বিষয়টি নিয়ে রিপোর্ট করেন ম্যাচের রেফারি রিকার্ডো ডি দে বার্গস বেনগোয়েক্সিয়া। এই রিপোর্ট নিয়ে ডিসিপ্লিনারি কমিটি খতিয়ে দেখে শাস্তি দিয়েছে রোনাল্ডোকে। নিয়মানুযায়ী, রেফারির সঙ্গে অশোভনমূলক আচরণ করলে ৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হয় খেলোয়াড়রা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ৯৬ ধারা অনুযায়ী বলা আছে, খেলা চলাকালীন বা খেলা শেষ হওয়ার পর কোন খেলোয়াড় রেফারির প্রতি সামান্য উগ্র আচরণ করলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া ম্যাচ পরিচালনাকারী রেফারিদের শরীর স্পর্শ বা ধাক্কা দিলেই শাস্তি পেতে হবে খেলোয়াড়দের। যেই শাস্তি সর্বনি¤œ ৪ ম্যাচ ও সর্বোচ্চ ১২ ম্যাচও হতে পারে। সুপার কাপের ম্যাচের ৮২ মিনিটে পড়ে গিয়ে পেনাল্টির জন্য আবেদন করেন রোনাল্ডো। কিন্তু রেফারির চোখে সেটি ছিল ‘ইচ্ছাকৃত ডাইভ’। তাই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রোনাল্ডো। প্রথমটি দেখেছিলেন গোলের পর জার্সি খোলার অপরাধে। তাই দুই হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সি আর সেভেনকে। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে ৪ ম্যাচ নিষিদ্ধ হলে তা শুধু সুপার কাপের জন্য প্রযোজ্য হতো। এখন ৫ ম্যাচ নিষিদ্ধ হওয়ায় স্প্যানিশ লীগে তা প্রযোজ্য হবে। দলের সেরা তারকার শাস্তি মেনে নিতে পারছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ও অধিনায়ক সার্জিও রামোস। আগামী ম্যাচে দলের তারকা এই ফরোয়ার্ডকে খেলানোর জন্য আপীল করার কথা জানিয়েছেন তারা। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রোনাল্ডো। বদলি হিসেবে নামার পর খেলতে পারেন ২৪ মিনিট। তাতেই ম্যাচে রাখেন সবচেয়ে বড় ভূমিকা। লাল কার্ড দেখে রোনাল্ডোর মাঠ ছাড়াটা মেনে নিতে পারছেন না জিনেদিন জিদান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান আপীল করার কথা। তিনি বলেন, আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। কিন্তু রোনাল্ডোর বহিষ্কারে আমি ক্ষুব্ধ। হয়ত এটা পেনাল্টি ছিল না, কিন্তু লাল কার্ড দেখানোটা একটু কঠোর হয়ে গেছে। আমরা এটা পরিবর্তন করতে পারব না। কিন্তু আমরা চেষ্টা করব দ্বিতীয় লেগে তার খেলা নিশ্চিত করতে। লা লীগার ইতিহাসেই সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। আর বার্সিলোনার হয়ে যত গোলের রেকর্ড গড়েছেন, সেগুলো কত শতাব্দী ধরে টিকে থাকবে, কে জানে। তবে একটি রেকর্ডে কিন্তু আপাতত রোনাল্ডোর পেছনে নিজেকে আবিষ্কার করছেন মেসি। যেটি মোটেও ভাল লাগবে না তাঁর। রোনাল্ডোকে তেমন পছন্দ করে না বার্সিলোনার গ্যালারি। সুপার কাপের প্রথম লেগে মাঠে নামার সময় পুরো গ্যালারি যেভাবে দুয়োর গর্জন তোলে, অন্তত ওই মুহূর্তের জন্য ‘মোর দ্যান আ ক্লাব’ সেøাগানটি বড় বেমানান লাগে। তবে রোনাল্ডোও এমন দুয়োর জবাব ভাল করেই দেন বার বার। তিনিও যে ন্যু ক্যাম্পে গোল করতে বরাবরই ভালবাসেন। এল ক্লাসিকোতে বার্সিলোনার মাঠে নিজের ১১তম গোল করেছেন। আর এই গোলের রেকর্ডে পেছনে ফেলেছেন মেসিকে। এল ক্লাসিকোতে নিজেদের মাঠে মেসির গোল ১০টি। মেসির অবশ্য রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ১৪টি গোল আছে, যেটিও রেকর্ড। সর্বশেষ যে গোলটা এসেছিল গতবার লীগের শেষ এল ক্লাসিকো। ৯২ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে ৩-২ ব্যবধানে জিতিয়েছিলেন। লীগের শিরোপা লড়াইয়েও ফিরেছিল বার্সা। ওই গোলের পরই মেসি জার্সি খুলে বার্নাব্যুর গ্যালারিকে দেখান। যেটি বিখ্যাত এক উদ্যাপন হয়ে আছে। এবার ঠিক যেন তার জবাব দিয়েছেন রোনাল্ডো। অবশ্য এল ক্লাসিকোতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি মেসির কাছ থেকে রোনাল্ডো নিতে পারবেন কি না, সন্দেহ আছে। এল ক্লাসিকোতে ৩৪ ম্যাচে ২৫ গোল করেছেন মেসি। আরেক আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর ১৮ গোলের রেকর্ড ভেঙেছেন অনেক দিন হলো। ২৮ ম্যাচে রোনাল্ডোর গোল এখন ১৭টি। বয়স আর গোলের ব্যবধানের কারণে এই রেকর্ড রোনাল্ডোর জন্য নাগালের অনেক বাইরে। অবশ্য রোনাল্ডো ভাঙতে পারবেনই না, তাও বাজি ধরে বলা কঠিন। ডি স্টেফানোর রিয়ালের রেকর্ডটা যে এই মৌসুমেই ভাঙছে, তা তো প্রায় নিশ্চিত।
×