ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

প্রকাশিত: ১৯:৩৪, ১৫ আগস্ট ২০১৭

পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আর যাদের উপর হামলার জেরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়েছিল সেই শ্রীলঙ্কার হাত ধরেই ক্রিকেট ফিরছে দেশটিতে। সম্প্রতি চমকপ্রদ এই খবরটি জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা জাতীয় দল, যেখানে স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে লঙ্কানরা। সুমাথিপালা বলেন, ‘আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব আমরা। সেটার অন্তত একটা হলেও লাহোরে খেলতে চাই।’ প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকেই পাকিস্তান সফর থেকে বিশ্বের শীর্ষ দলগুলো বিরত থাকে। তবে নিজ দলের উপর এমন মারাত্মক হামলার আট বছর পর সেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডই (এসএলসি) দলের পাকিস্তান সফরের অনুমোদন দিয়েছে।
×