ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনবিআর ভবনে বঙ্গবন্ধুর ৩০ টি দুর্লভ ছবির প্রদর্শনী

প্রকাশিত: ০২:২৪, ১৩ আগস্ট ২০১৭

এনবিআর ভবনে বঙ্গবন্ধুর ৩০ টি দুর্লভ ছবির প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে বঙ্গবন্ধুর ৩০ টি দুর্লভ ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মাসব্যাপী এ প্রদর্শনী চলবে রাজধানীর সেগুনবাগিচার এনবিআর ভবনের ৫ম তলার করিডোরে। তবে প্রদর্শনী শেষেও আলোকচিত্রগুলো স্থায়ীভাবে ভবনের দেয়ালে স্থান পাবে। এসব দুর্লভ ছবিতে উঠে এসেছে বঙ্গবন্ধুর ছাত্র রাজনীতি থেকে বিদেশ ভ্রমণ ও আন্দোলন সংগ্রামের নানা মুহূর্ত। একই সঙ্গে উঠে এসেছে স্বাধীন বাংলার স্থাপতি বঙ্গবন্ধুকে হারানোর দৃশ্যও। ছবি দেখতে দেখতে অভিভূত হওয়া ছাড়াও কারো কারো হৃদয়ে নেমে আসবে শোকের ছায়া। রবিবার সকালে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির জীবনে এক কলঙ্কজলনক অধ্যায়। ইতিহাসে এমন হত্যাযজ্ঞ আর কখনও ঘটেনি। এ দিনে জাতির জনক স্ব-পরিবারে নিহত হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি। তিনি আরও বলেন, সারাদেশ জাতির জনকের শোকে আক্রান্ত। জাতির জনকের হাতে গড়া প্রতিষ্ঠান এনবিআর। আমরা প্রতিবছর আগস্ট মাসে জাতির জনককে স্মরণ করি। এবার চিত্রকর্ম প্রদর্শনীর মতো ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে তাকে স্মরণ করছি। আলোকচিত্র প্রদর্শনী ছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে এনবিআর ভবন ও কমিশনারেট, কাস্টমস হাউজ ও কর অঞ্চল কালো ব্যানার ও ফেস্টুনে যেন শোকের ছায়াই নেমে এসেছে।
×