ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনহার বাসভবনে কাদের ॥ ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে আলোচনা

প্রকাশিত: ০৮:৪৭, ১৩ আগস্ট ২০১৭

সিনহার বাসভবনে কাদের ॥ ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে আলোচনা

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাত করেছেন। এ সময়ে তাঁরা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া সর্বোচ্চ আদালতের রায় নিয়ে একান্তে কথা বলেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, আওয়ামী লীগের ধানমন্ডি- কার্যালয়ে নিয়মিত বৈঠকের পর ওবায়দুল কাদের প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে নৈশভোজে অংশ নেন। ওবায়দুল কাদের প্রধান বিচারপতিকে রায়ের আপত্তিকর ও অপ্রাসঙ্গিক বিষয়গুলো অবহিত করেন। প্রধান বিচারপতি ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নৈশভোজ আপাতদৃষ্টিতে সামাজিক অনুষ্ঠান মনে হলেও এটি বেশ রাজনৈতিক গুরুত্ববহ। প্রধান বিচারপতির বাসভবনে যাওয়ার আগে নৈশভোজের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওবায়দুল কাদের জানান। তবে এ দুজনের মধ্যে ঠিক কী কী বিষয়ে আলাপ হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে দুজনের কারও বক্তব্য পাওয়া যায়নি।
×