ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ষোড়শ সংশোধনী বাতিলের রায় যুগান্তকারী ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৩৪, ১৩ আগস্ট ২০১৭

ষোড়শ সংশোধনী বাতিলের রায় যুগান্তকারী ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের দেয়া ষোড়শ সংশোধনী বাতিলের রায় যুগান্তকারী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে দেশের বর্তমান অবস্থা উঠে আসায় সরকারের গাত্রদাহ শুরু হয়েছে। তিনি বলেন, সুপ্রীমকোর্ট যে রায় দিয়েছেন তা ঐতিহাসিক। বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এমন দিকনির্দেশনামূলক রায় আগে কখনও হয়েছে কিনা আমার জানা নেই। এ রায়ের পর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে সরকার। তিনি বলেন, দেশ আজ ধ্বংসের দিকে যাচ্ছে। এই সঙ্কট উত্তরণে অভিভাবক হিসেবে আজ যখন সুপ্রীমকোর্ট সমস্যার কথা তুলে ধরেছেন। তাই আওয়ামী লীগ ক্ষুব্ধ ও চিন্তিত হয়ে পড়েছে। শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে, এখন তাদের খুব দুঃসময়। দুঃসময় কেন? এখন নাকি ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার আর রাষ্ট্র চালাতে পারছে না। তারা একের পর এক সমস্যা সৃষ্টি করেই চলেছে। এয়ারপোর্টে আগুন লাগলে সমস্ত কিছু বন্ধ করে দিতে হয়। আজকে হজযাত্রীরা সময় মতো হজে যেতে পারছে না। যানজট ও জলাবদ্ধতায় জনগণ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। ইঞ্জিনিয়ারদের দোষারোপ করে সরকার পার পেতে চাচ্ছে। এই ব্যর্থতায় তাদের পদত্যাগ করা উচিত। এই সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হলে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ জানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে ঠেকাতে পারবে না। তাই তারা বিভিন্ন অপকৌশলের আশ্রয়ে বিএনপি নির্মূলে মরিয়া।
×