ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী বাতিলের রায় চ্যালেঞ্জবিহীন ছেড়ে দেয়া হবে না ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৯, ১৩ আগস্ট ২০১৭

ষোড়শ সংশোধনী বাতিলের রায় চ্যালেঞ্জবিহীন ছেড়ে দেয়া হবে না ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১২ আগস্ট ॥ আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেছেন, স্বাধীনতার সুফল মানুষ ভোগ করছেন। তিনি ষোড়শ সংশোধনীর সুপ্রীমকোর্টে বাতিলের রায় প্রসঙ্গে প্রধান বিচারপতির সমালোচনা করে বলেন, রায়ের বাইরে অপ্রাসঙ্গিক বিষয় বিচারপতি অবতারণা করেছেন। তাই প্রধান বিচারপতির রায়কে চ্যালেঞ্জবিহীন ছেড়ে দেয়া হবে না। শনিবার দুপুর ১২ টায় ঝালকাঠির যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক মোঃ হামিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ফরহাদ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ সুলতান হোসেন খান ও পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার অতিথি ছিলেন। অন্যদের মধ্যে যুব অধিদফতরের উপ পরিচালক মিজানুর রহমান এবং প্রশিক্ষণার্থীদর মধ্যে নাহিদা সুলতানা কনক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জেলায় ৪৩ জন যুবকের মধ্যে ২৩ লাখ ৩০ হাজার টাকার চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন মন্ত্রী। পরে ঝালকাঠি শহরের বাহের রোডে পৌরসভার উদ্যোগে পৌর মার্কেটের ভিত্তিফলক স্থাপন করেন ও দোয়া মোনাজাতে অংশ নেন মন্ত্রী।
×