ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের পর্যবেক্ষণ নিয়ে চক্রান্ত বিএনপির ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৭, ১৩ আগস্ট ২০১৭

সুপ্রীমকোর্টের পর্যবেক্ষণ নিয়ে চক্রান্ত বিএনপির ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সুপ্রীমকোর্টের ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ নিয়ে বিএনপি দেশে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণ তাদের এ ষড়যন্ত্র নস্যাত করে দেবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নের সরকার মন্তব্য করে তিনি বলেছেন, উন্নয়ন করাই শেখ হাসিনার একমাত্র কাজ। আর নতুন নতুন চক্রান্ত করে শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলাই হলো বিএনপির একমাত্র কাজ। তাদের এ অভিসন্ধি কোনদিনই পূরণ হবে না। অতীতের মতো শেখ হাসিনার নেতৃত্ব্ আবারও তাদের ষড়যন্ত্র জনগণ নস্যাত করে দেবে। জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও সরকার গঠন করবে। তিনি শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহর থেকে পাঁচ কি.মি. দূরে শিয়ালকোলে শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে তিনি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের দত্তবাড়িতে প্রস্তাবিত নার্সিং মহাবিদ্যালয়ের নির্মাণ কাজ এবং ছোনগাছা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কেন্দ্রের স্থান পরিদর্শন করেন। এ সময়ে তার স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম.এ. মোহী, প্লানিং কমিশনের যুগ্ম সচিব মহিউদ্দিন আলমগীর, পৌর মেয়র সৈয়দ আব্দুর রইফ মুক্তা, শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রেজাউল করিম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, মেডিক্যাল কলেজের প্রকল্প প্রধান ডাঃ বাকির হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শাহিন হাসান ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন উপস্থিত ছিলেন।
×