ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোগীর আয়ু বলে দেবে কম্পিউটার

প্রকাশিত: ০৪:৫৪, ১৩ আগস্ট ২০১৭

রোগীর আয়ু বলে দেবে কম্পিউটার

রোগীর অঙ্গপ্রত্যঙ্গের ছবি দেখার পর সেই রোগী কতদিন বাঁচবে বা তার আয়ু কতদিন তা জানিয়ে দিতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব এ্যাডিলেডের গবেষকদের দাবি, তাদের তৈরি কম্পিউটারটি আয়ু বলে দিতে সক্ষম। গবেষকরা জানান, এখন পর্যন্ত ৪৮ রোগীর ওপর পরীক্ষা-নীরিক্ষায় ৬৯ শতাংশ ক্ষেত্রে সঠিক ভবিষ্যদ্বাণী করেছে তাদের তৈরি সিস্টেমটি। গবেষকদের মতে, অনেক সময়ই রোগীদের দেখে তাদের আয়ুর ব্যাপারে অভিজ্ঞ চিকিৎসকরা সঠিক ভবিষ্যদ্বাণী করেন। সে কাজকেই আরও ভালভাবে করতে সক্ষম এই সিস্টেম। এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানকে নতুন আলো দেখাবে বলেই তারা মনে করছেন। কম্পিউটার কোনও ইমেজ দেখে যাতে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারে, সেজন্য তাকে ‘ডীপ লার্নিং’ পদ্ধতিতে প্রশিক্ষিত করা হয়েছে। যদিও এখন পর্যন্ত খুব কম রোগীর ওপরই পরীক্ষা করা হয়েছে; তবু গবেষকদের মতে, এর মধ্যেই তাদের তৈরি সিস্টেম বিভিন্ন রোগীর বিভিন্ন অসুখ দারুণভাবে নির্ণয় করতে সক্ষম।- পিটিআই
×