ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের মানুষের ভাগ্যের আকাশে সুবাতাস বইছে ॥ শামীম ওসমান

প্রকাশিত: ০৪:৫২, ১৩ আগস্ট ২০১৭

বাংলাদেশের মানুষের ভাগ্যের আকাশে সুবাতাস বইছে ॥  শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যড়যন্ত্র শুরু হয়েছে। রূপগঞ্জে অস্ত্র ধরা পড়েছে। এই অস্ত্র সামান্য অস্ত্র না। হেভি মেশিনগান, রকেট লঞ্চার, গ্রেনেডসহ অত্যাধুনিক অস্ত্র। এই অস্ত্রের মধ্যে কোন মেড ইন লেখা নেই। এ অস্ত্র নারায়ণগঞ্জের পুলিশ ধরেছে। নারায়ণগঞ্জের পুলিশের কাছে কৃতজ্ঞতা জানাই। দ্রুততার সঙ্গে এ অস্ত্রগুলো উদ্ধার করেছিলেন। এত অস্ত্র ওই রূপগঞ্জে কেন আনা হয়েছিল? ওখান দিয়ে প্লেন ওড়ে। ওই প্লেনে আমার নেত্রী (শেখ হাসিনা) যায়। ওদের টার্গেট একটাই। বাংলাদেশকে ধ্বংস করতে হলে শেখ হাসিনাকে হত্যা করতে হবে। আমরা তাদের উদ্দেশে বলতে চাই, আমি শামীম ওসমান মরে গেলে তাদের কিছু হবে না। আমি শামীম ওসমান এমপি না হলেও তাদের কিছু আসে-যায় না। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের আকাশে সুবাতাস বইছে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একটা মাত্র মানুষের জন্য সেটা হচ্ছে, শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে দুর্বল করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। আমি বলি, অবশ্যই ষড়যন্ত্র হবে, হয়ত আমি বাঁচব না। হয়ত আবার বোম্ব ব্লাস্ট হবে, হয়ত আবার মরব। কিন্তু আমি একটা কথা বলতে চাই, শেখ হাসিনার মতো আল্লাহভক্ত দেখি না, তার মতো দেশপ্রেমিক দেখি নাই। শয়তান শয়তানি করবে, কিন্তু আল্লাহ্র সঙ্গে শয়তান পারে না। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, শতয়তান শয়তানি করবে। শামীম ওসমান বলেন, আমার পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি এক বছর আগে থেকে বলেছিলাম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিচার বিভাগ থেকে ষড়যন্ত্র হচ্ছে। জনগণ আবার নতুন করে গান গাচ্ছে ‘বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা’। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় ৪টি ট্রাকের অস্থায়ী মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সংসদ সদস্য শামীম ওসমানের নিজ আয়োজনে বিশাল শোক র‌্যালিতে তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন বেগম, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাউন্সিলর নাজমুল আলম সজল। তবে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা অনুষ্ঠানে অংশ নেননি। শোক র‌্যালি উপলক্ষে সলিমুল্লাহ সড়কের চাষাঢ়া থেকে মিশনপাড়া পর্যন্ত হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন কালো পতাকা নিয়ে ওই মিছিলে হাজির হন। সমাবেশ শেষে শামীম ওসমানের নেতৃত্বে শোক র‌্যালি নগরীর বঙ্গবন্ধু সড়কের ডিআইটি বাণিজিক এলাকা হয়ে দুই নং রেলগেট হয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
×