ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পান্না কায়সার

তুমি আছো চেতনার নৈকট্যে

প্রকাশিত: ০৩:১৯, ১৩ আগস্ট ২০১৭

তুমি আছো চেতনার নৈকট্যে

উঃ কী নিষ্ঠুরভাবে ওরা তোমার বুক ভরা ভালবাসার বুকে গুলি চালালো! তোমার স্ত্রী পুত্র পুত্রবধূ রক্তাক্ত পড়েছিলো ৩২ নম্বরের বাড়িতে সেদিন ৩২ নম্বর বেদনায় নুয়ে পড়েছিলো লেকের ঢেউ থেমে গেছে শোকে গাছগাছালি শোকে নুয়ে পড়েছিলো তোমার নিথর দেহ রক্তাক্ত পড়েছিলো ৩২ নম্বরের সিঁড়িতে কালো ফ্রেমের চশমা প্রিয় পাইপ পড়েছিলো তোমার পাশে বাঙালীর জন্য স্বাধীন ভূখ-ের জন্ম তুমি-ই-ত দিয়েছো তোমার চোখে পদ্মরাগ বুকে লাল সবুজ পতাকা কেউ তা কেড়ে নিতে পারবে না তুমি বলেছিলে রক্ত যখন দিয়েছিÑআরো রক্ত দেব জীবন দিয়ে তাই-তো প্রমাণ করলে তুমি নাহ্ পিতা ওরা তোমাকে রক্তাক্ত করে-ও পারেনি সাড়ে সাত কোটি বাঙালীর হৃদয় থেকে সরাতে তোমার অন্তরের ঝাড়বাতির আলো জ্বলছে বাঙালীর হৃদয়ে সে আলোয় বাঙালী আলোর দিকে ধাবিত অবিরাম তোমার চেতনার আলোয় রুখে দাঁড়াই সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গীবাদকে তুমি আছো কৃষকের স্বপ্নে শ্রমিকের স্বপ্নে তুমি থাকবে আমাদের চেতনার নৈকট্যে নিরবধিকাল। লেখক : শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্য
×