ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা বিরোধীরা বিচার বিভাগ নিয়ে ষড়যন্ত্র করছে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৩:১০, ১২ আগস্ট ২০১৭

স্বাধীনতা বিরোধীরা বিচার বিভাগ নিয়ে ষড়যন্ত্র করছে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা বিচার বিভাগ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। যারা দেশ স্বাধীনতায় বিরোধীতা করেছিল আজ তারাই দেশকে পেছনের দিকে নিয়ে যেতে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। শনিবার বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নন্দনগাছী ডিগ্রী কলেজ হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিরোধী শক্তিরা মাথা চাড়া দিয়ে দেশকে অস্থিতিশিল করতে নানা ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার জনগনের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ নিম্নমধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হচ্ছে। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায়। তিনি বলেন, আ’লীগ সরকার গত আট বছরে দেশে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। তাই আবারো আ”লীগকে দেশ পরিচালনার জন্য সরকারে আনা দরকার। তাই আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আ’লীগের প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। নিমপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মেছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আ’লীগের সাধারন সম্পাদক একরামুল হক, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শাহিনুল আলম শাহিন প্রমুখ।
×