ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে আকর্ষিক টর্নেডোতে অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্থ

প্রকাশিত: ০১:৫৬, ১২ আগস্ট ২০১৭

আমতলীতে আকর্ষিক টর্নেডোতে অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্থ

নিজস্ব সংবাদদাতা, আমতলী ॥ বরগুনা বরগুনার আমতলী উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় শনিবার দুপুরে আকর্ষিক টর্নেডোতে শিক্ষা, ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্থ ও সহস্রাধীক গাছ উপড়ে পরেছে। এছাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুটি ভেঙ্গে তাঁর ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জানাগেছে, আমতলী পৌর শহরের উপর দিয়ে শনিবার দুপুর ২ টা ৪০ মিনিটের সময় আকর্ষিক টর্নেডো আঘাত হানে। এ টর্নেডোর স্থায়ীত্ব ছিল ২ মিনিট। মুহুর্তের দমকা ঝড়ো হাওয়ার সাথে টর্নেডো আঘাতে আমতলী পৌর শহরের আমতলী সরকারী একে মডেল পাইলট হাই স্কুল,প্রেস ক্লাব, পুরাতন হাসপাতালের চতুর্থ শ্রেনীর কোয়াটার, হারুন-অর-রশিদ, মাহমুদুর রহমান খান, মুকুল চন্দ্র রায়, পরিতোষ চন্দ্র রায়, এ্যাডভোকেট আবদুর রশিদ, সেকান্দার আলী,আবুল, ছালেহিয়া লাইব্রেরী ও সাইমুন কসমেটিক্সসহ অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। পৌর শহরের ওয়ারদা,একে স্কুল. পল্লবী, নয়াবেঙ্গলী, লোচাসহ বিভিন্ন এলাকার সহস্রাধীক গাছপালা উপড়ে পরেছে। ভেঙ্গে গেছে পল্লবী, একে স্কুল রোড, ব্র্যাক অফিস, পৌরসভা কার্যালয়ের পিছন, চরপাড়া ও নয়াবেঙ্গলীর ৬ টি বৈদ্যুতিক খুটি। বৈদ্যুতিক তাঁর ছিড়ে পৌর শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ইবু আকন জানান হঠাৎ ঝড় বৃষ্টির সাথে আকর্ষিক টর্নেডোতে নিমিষেই ঘর বাড়ী ভেঙ্গে ও গাছপালা উপড়ে পরেছে। ব্যবসায়ী পরিতোষ চন্দ্র রায় বলেন টর্নেডোতে দুটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। আমতলী সরকারী একে পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বজলুর রহমান বলেন ঝড়ে বিদ্যালয়ের টিনসেট ঘরের চালা উপড়ে ফেলেছে। পল্লী বিদ্যুৎ সমিতির আমতলী এরিয়া অফিসের প্রকৌশলী বিশ্বাস মোঃ জামাল বলেন ঝড়ে আমতলী পৌর শহরের ৬ টি স্পটে খুটি ভেঙ্গে তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন টর্নেডোতে পৌর শহরের বেশ কিছু ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে।
×