ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে হাইটেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শন

প্রকাশিত: ০১:২৭, ১২ আগস্ট ২০১৭

বরিশালে হাইটেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বানারীপাড়া উপজেলার শের-ই বাংলার চাখারে সরকারীভাবে হাইটেক পার্ক স্থাপনের প্রস্তাবিত স্থান শনিবার সকালে পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা। সকাল দশটার দিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে বানারীপাড়ার চাখার ইউনিয়নের সোনাহার ও সাকরাল গ্রামের সন্ধ্যা নদীর তীরে প্রস্তাবিত হাইটেক পার্কের স্থান পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব গোরীশংকর ভট্টাচার্য্য, জেলার আইটি হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মোঃ রুহুল আমিন খান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) মোঃ আব্দুর রহিম, সহকারী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ, চিনা আইটি বিশেষজ্ঞ আবুলইকিমু আবুলইমিতি, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান প্রমুখ।
×