ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহাসড়কে পথচারীদের দূর্ঘটনারোধে বিকল্প সড়ক নির্মান

প্রকাশিত: ০১:২৬, ১২ আগস্ট ২০১৭

মহাসড়কে পথচারীদের দূর্ঘটনারোধে বিকল্প সড়ক নির্মান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহাসড়কে পথচারীদের দূর্ঘটনারোধে নিরাপদ সড়ক নিশ্চিতকরনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে বাইপাস সড়ক নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে। জেলার দুইবারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ‘ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের অধিক চাঁপ থাকায় প্রায়ই সড়ক দূর্ঘটনায় পথচারীদের প্রাণহানির ঘটনা ঘটছে। এ দূর্ঘটনারোধে নাগরিকদের দূর্ঘটনা ঝুঁকি মোকাবেলায় বাইপাস সড়ক নির্মানের পরিকল্পনা গ্রহণ করে প্রাথমিক পর্যায়ে মাটির রাস্তা মেরামতের কাজ শুরু করা হয়েছে।’ পর্যায়ক্রমে সড়কগুলো কার্পেটিং করা হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বাইপাস সড়ক নির্মানের জন্য এস্কেভেটারের মাধ্যমে মহাসড়কের পাশ্ববর্তী পূর্ব বেজহার থেকে মাহিলাড়া বাজার, মাহিলাড়া থেকে পশ্চিম বেজহার ভায়া শরিফাবাদ সড়ক এবং মাহিলাড়া বাজার থেকে ভীমেরপাড় ভায়া বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠী সড়কের মাটির কাজ শুরু করা হয়েছে।
×