ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর স্মরণে রক্তদান কর্মসূচী

প্রকাশিত: ০০:৩৮, ১২ আগস্ট ২০১৭

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর স্মরণে রক্তদান কর্মসূচী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং কলেজ প্রাঙ্গণে আজ শনিবার বঙ্গবন্ধুর স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। লৌহজং বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এই কর্মসূচীতে নানা শ্রেণি পেশার মানুষ সেচ্ছায় রক্ত দান করেন। দেশের সর্ববৃহৎ রক্তদাতা প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশন এই রক্ত সংগ্রহ করে। এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। সংগঠনটির সভাপতি হামিদুর রহমান জুয়েলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন লৌহজং কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লৌহজং উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, লৌহজং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুর রশিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েব, তোফাজ্জল হোসেন তপন, মো. রুহুল আমিন মোড়ল, আনোয়ার হোসেন, শেখ শহিদুল ইসলাম, মনির হোসেন মাস্টার ও ওমর ফারুক রাজিব প্রমুখ। প্রধান অতিথির ভাসণে অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ বিশ্বের বুকে এখন আলোকিত নাম। আর বাঙালি জাতি মহান জাতি হিসাবে আত্ম প্রকাশ এখন সময়ের ব্যাপার মাত্র। তাই দেশ ও জাতির এই অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দেয়া এখন সচতেন মানুষের দায়িত্ব। বঙ্গবন্ধুর আদর্শ সর্বত্র ছড়িয়ে দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
×