ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৮টি বিভাগীয় সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচী চূড়ান্ত করল জাপা

প্রকাশিত: ০০:৩৭, ১২ আগস্ট ২০১৭

৮টি বিভাগীয় সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচী চূড়ান্ত করল জাপা

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচী ঘোষণা করা হয়েছে। জোটের ৮টি বিভাগীয় সমাবেশ এবং কেন্দ্রীয় মহাসমাবেশের সময়সূচী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। ৩০ ডিসেম্বর জোটের পক্ষ থেকে রাজধানীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচীতে জাপা সহ জোটের নেতাকর্মীরা অংশ নেবেন। কেন্দ্রীয় কর্মসূচী থেকে নির্বাচনের অংশগ্রহণের বিষয়ে নানা নির্দেশনা থাকার কথা জানিয়েছেন জাপার শীর্ষ নেতারা। ঘোষিত কর্মসূচী অনুযায়ি আগামী ২১ সেপ্টেম্বর শনিবার খুলনা বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ) অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর শনিবার বরিশাল বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ), ২৮ অক্টোবর শনিবার কুমিল্লা সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ), ১১ নভেম্বর শনিবার চট্টগ্রাম বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ), ১৮ নভেম্বর শনিবার সিলেট বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ), ২৫ নভেম্বর শনিবার ময়মনসিংহ বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ), ৯ ডিসেম্বর শনিবার রংপুর বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ), ১২ ডিসেম্বর মঙ্গলবার রাজশাহী বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ), ৩০ ডিসেম্বর শনিবার ঢাকা বিভাগ সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে জাপার বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কর্মসূচী চুড়ান্ত করা হয়। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়াও দলের নেতারা জানিয়েছেন, ১৭ই আগস্ট ৩৪ দলের নেতাদের সাথে বৈঠকটি জাপা চেয়ারম্যান এরশাদের সম্মতিক্রমে অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় ইসলামী মহাজোট (৩৪ দল) সমাবেশ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ১৪ই অক্টোবর শনিবার চট্টগ্রামে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে, ২১ অক্টোবর শনিবার রাজধানীতে আরেকটি ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে, নতুন বছরের এক জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক পরিসরে কর্মসূচী নেয়ার কথা জানান জাপা নেতারা।
×