ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজহারুল ইসলাম ও কায়সারের আপীল রবিবারের কার্যতালিকায়

প্রকাশিত: ০০:৩৩, ১২ আগস্ট ২০১৭

আজহারুল ইসলাম ও কায়সারের আপীল রবিবারের কার্যতালিকায়

স্টাফ রিপোর্টার॥ একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির (জাপা) নেতা সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপীল শুনানির তালিকায় রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপীল বিভাগে এই মামলা দুটি রবিবারের (কজলিস্টের) কার্যতালিকায় ক্রম ২ ও ৩ নম্বরে (ফর অর্ডার) শুনানির দিন ঠিক করার জন্য রয়েছে। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে, আন্তর্জািতক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বনাম এটিএম আজহারুল ইসলাম ও সৈয়দ মো. কায়সার। ১৬ মাস আগে আপীল বিভাগে সর্বশেষ মীর কাসেম আলীর আপীলের রায় ঘোষণা করা হয়েছিল। এবার আরও দুটি আপীল একই সঙ্গে একই দিনে তালিকায় উঠল।
×