ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এন ক্যাটাগরি কোম্পানির চাহিদা বেড়েছে

প্রকাশিত: ২৩:৫৭, ১২ আগস্ট ২০১৭

এন ক্যাটাগরি কোম্পানির চাহিদা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন কমলেও নতুন কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে। প্রকৌশল খাতের বিবিএল কেবলের তালিকাভুক্তির পর থেকেই এই ক্যাটাগরির প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে। গেল সপ্তাহে অন্যান্য ক্যাটাগরির তুলনায় নতুন কোম্পানি অর্থাৎ ‘এন’ ক্যাটাগরির লেনদেন সবচেয়ে বেশি বেড়েছে। সপ্তাহজুড়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন বেড়েছে ১৪.২৮ শতাংশ। গত সপ্তাহে ‘এন’ ক্যাটাগরির টার্নওভার বেড়েছে ৪৫ কোটি ৬১ লাখ ৫২ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য বেরিয়ে এসেছে। সূত্র মতে, গত সপ্তাহে ‘এন’ ক্যাটাগরির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৯ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা। তার আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২৭৩ কোটি ৭৬ লাখ ৮ হাজার টাকা। এদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমাণ লেনদেন হয়েছে তার ৬.৫৫ শতাংশ অবদান রেখেছে ‘এন’ ক্যাটাগরি। ডিএসইতে বর্তমানে এন ক্যাটাগরিতে ৫ কোম্পানি রয়েছে। এগুলো হলো – বিবিএস কেবল, ফরচুন সুজ, নূরানী ডাইং, প্যাসিফিক ডেনিম এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে বিবিএস কেবলের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। গত সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৯.৮৯ শতাংশ। এতে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষে ও লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আলোচ্য সপ্তাহে বিবিএস কেবল ১ কোটি ৬৫ লাখ ৪ হাজার ২২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৭ কোটি ৯৮ লাখ ৫ হাজার টাকা। যা প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৫৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির সাপ্তাহিক দর বাড়ার পরিমাণছিল ৩.৪৪ শতাংশ। এছাড়া বিদায়ী সপ্তাহে নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের শেয়ার দর বেড়েছে ৪.২৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানির ১ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৫৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৫২ লাখ ৯ হাজার টাকা। শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৩.৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানির ৩৩ লাখ ৩ হাজার ৪৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮৭ লাখ ১ হাজার টাকা। ফরচুন সুজের শেয়ার দর বেড়েছে ২.৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানির ১ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার টাকা। কোম্পানিটির সাপ্তাহিক দর বাড়ার পরিমাণ ১.৮২ শতাংশ। এতে কোম্পানিটি লেনদেনের ১০ম স্থানে উঠে এসেছে। এদিকে গত সপ্তাহে শুধু প্যাসিফিক ডেনিমের শেয়ার দর কমেছে ২.৭৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানির ৪৮ লাখ ৮৭ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন হয়।
×