ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারী বর্ষনে নীলফামারীতে প্রাথমিকের সাময়িক পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ২২:০২, ১২ আগস্ট ২০১৭

ভারী বর্ষনে নীলফামারীতে প্রাথমিকের সাময়িক পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অবিরাম ভারী বর্ষনে নীলফামারী সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ের আজ শনিবারের সাময়িক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। ভারি বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়া এবং আসা-যাওয়ার সমস্যা তৈরি হওয়ায় ওই সিদ্ধান্ত গ্রহণ করেছে দফতরটি। তবে জেলার ডিমলা,জলঢাকা,ডোমার,কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় জেলায় এই পরীক্ষা স্থগিত না করায় বেশীরভাগ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করতে পারেনি বলে জানা গেছে। ডিমলা উপজেলার অনেক স্কুল পানির নিচে তলিয়ে থাকলেও পরীক্ষা স্থগিত করা হয়নি। এ নিয়ে অভিভাবকের মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে। জেলা সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন জানান, শনিবার দুই শিফটে গণিত পরীক্ষার তারিখ নির্ধারণ ছিল কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি স্থগিত রাখা হয়েছে।সুবিধামতো সময়ে আজকের পরীক্ষা পরে গ্রহণ করা হবে বলে জানান তিনি। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক বলেন, নীলফামারী সদরে ২শ শিক্ষা-প্রতিষ্ঠান রয়েছে। উপজেলা শিক্ষা অফিসের সিদ্ধান্ত মোতাবেক আজকের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
×