ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারী বর্ষণে ফের ভূমিধসের আশঙ্কা

প্রকাশিত: ১৯:৪২, ১২ আগস্ট ২০১৭

ভারী বর্ষণে ফের ভূমিধসের আশঙ্কা

অনলাইন রিপোর্টার ॥ আবাহওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছে ঢাকাসহ সারাদেশে ভারী বষণে পাহাড়ে ফের ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং অতিভারী (৮৯ মিমি’র চেয়ে বেশি) বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে কানাইঘাটে সুরমার পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে, সুনামগঞ্জে ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে আর যাদুকাটার পানি লাউড়েরগড়ে ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা নদীর পানি সমতলে বাড়ছে। তবে কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে।
×